Home জাতীয় বিজ্ঞান জাদুঘরে জলবায়ু অধিবেশন

বিজ্ঞান জাদুঘরে জলবায়ু অধিবেশন

37
0
SHARE

পরিক্রমা ডেস্ক: জাতীয়  বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে “জলবায়ু পরিবর্তন ও আমাদের করণীয়” শীর্ষক এক অধিবেশন আজ (২৬.০৭.২০২২ খ্রিঃ) অনুষ্ঠিত হয়। সংস্থার বিভিন্ন স্তরের কর্মকর্তারা এতে অংশগ্রহণ করেন। এ অধিবেশনে বিশেষজ্ঞ বক্তা হিসেবে বক্তব্য রাখেন পরিবেশ অধিদপ্তরের পরিচালক (জলবায়ু পরিবর্তন ও আন্তর্জাতিক কনভেনশন) জনাব মির্জা শওকত আলী। অধিবেশনে বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের প্রভাবের উপর তথ্য-উপাত্তসহ বাস্তব চিত্র তুলে ধরা হয়। তিঁনি বলেন, “পরিবেশ ও জলবায়ু পরিবর্তন একটি বৈশ্বিক চ্যালেঞ্জ। বর্তমান সময়ে মনুষ্যসৃষ্ট গ্রিনহাউজ গ্যাস নির্গমনের ফলে পৃথিবীর উষ্ণায়নকে জলবায়ু পরিবর্তনের একটি অন্যতম কারণ ধরা হয়। কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ বৃদ্ধি পাওয়ায় তা’ তাপমাত্রা বৃদ্ধিতে প্রভাব ফেলছে। তাপমাত্রা বৃদ্ধির পরিণতিতে বায়ুমণ্ডলের ভারসাম্য নষ্ট হচ্ছে। এভাবেই জলবায়ুর পরিবর্তন ঘটছে। বিশেষ কোনো অঞ্চল বা জনগোষ্ঠী নয়, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাবের মুখে পড়েছে সারাবিশ্বের মানুষ। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলা করতে হলে বিশ্বের প্রতিটি রাষ্ট্রের ঐক্যবদ্ধ প্রয়াস লাগবে। বনভূমি ধ্বংস বন্ধ করতে হবে, বৃক্ষরোপণ ও বনায়ন বাড়াতে হবে। প্রকৃতির ওপর মানুষের বিরূপ আচরণ বন্ধ করতে হবে।” এ প্রসঙ্গে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী বলেন, “জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় সরকারি কর্মকর্তাদের যথেষ্ঠ ভূমিকা আছে। বিজ্ঞান জাদুঘর যেহেতু শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিয়ে কাজ করছে সেহেতু তাদের জলবায়ু সচেতন করতে বিজ্ঞান জাদুঘরের কর্মকর্তা-কর্মচারিদের জন্য এ প্রশিক্ষণের আয়োজন।”

image_pdfimage_print