Home জাতীয় বিজ্ঞান জাদুঘরে পদ্মা সেতুর মডেল

বিজ্ঞান জাদুঘরে পদ্মা সেতুর মডেল

35
0
SHARE
সেতু বিভাগের সচিব মো.মনজুর হোসেন এর নিকট থেকে পদ্মা সেতুর মডেল গ্রহণ করছেন বিজ্ঞান জাদুঘরের মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী।

পরিক্রমা ডেস্ক : পদ্মা সেতুর একটি থ্রি-ডি (3D) মডেল বিজ্ঞান জাদুঘরকে প্রদান করা হয়েছে। সেতু বিভাগের সচিব মো. মনজুর হোসেন আজ (১১.০৪.২০২৩খ্রি.) বেলা ১২.০০ টায় সেতু ভবনে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরীর নিকট সেতুর মডেলটি হস্তান্তর করেন। উল্লেখ্য, গত ২৬জুন পদ্মা সেতু জনসাধারণের ব্যবহারের জন্য খুলে দেওয়া হয়। সে থেকে জনসাধারণের মধ্যে সেতুটি সম্পর্কে আগ্রহ ও কৌতূহল বাড়ছে। এ প্রসঙ্গে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী বলেন, “বিজ্ঞান জাদুঘরে পদ্মা সেতুর এ মডেল জনসাধারণের জানার পরিধি এবং শিক্ষার্থীদের জ্ঞানের পরিধিকে বড় করবে। সেতু নির্মাণের কলাকৌশল ও প্রযুক্তি সম্পর্কে শিক্ষার্থীদের আগ্রহী করে তুললে ভবিষ্যতে বাংলাদেশের প্রকৌশলীরাই নিজ মেধা ও যোগ্যতা বলে সেতু নির্মাণ করবে।”

image_pdfimage_print