Home জাতীয় বিজ্ঞান জাদুঘরে বিজয় দিবস স্মারক র‍্যাফেল ড্র

বিজ্ঞান জাদুঘরে বিজয় দিবস স্মারক র‍্যাফেল ড্র

34
0
SHARE

পরিক্রমা ডেস্ক : জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে আজ (১৫.০১.২০২৩ খ্রি.) তারিখ বিজয় দিবস স্মারক র‍্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। উল্লেখ্য গত ৩০ এবং ৩১ ডিসেম্বর জাদুঘর পরিদর্শনে আগত দর্শকদের জন্য এ র‍্যাফেল ড্র’এর আয়োজন করা হয়। আজ ৩ হাজারের অধিক অংশগ্রহণকারীদের মধ্য থেকে অনলাইনে ১০ জনকে বিজয়ী ঘোষণা করা হয়। শিশু শিক্ষার্থী মোঃ ওয়ালিদ হামজাকে দিয়ে র‍্যাফেল ড্র পরিচালনা করা হয়। র‍্যাফেল ড্রতে বিজয়ী ১০ জনের টিকেট নাম্বার যথাক্রমে ৪৭৩৪৯ (আরজু), ৪৮১৯৬ (মোঃ জিলহজ্জ), ৪৮৫৫৯ (রশিদ আহমেদ), ৪৯৩৭০ (মুরসালিন), ৪৬৪৪৬ (রেজাউল), ৪৮৬৫১ (তারেক হোসেন), ৪৯৬৭২ (নাফিস ফাত্তা), ৪৮৬৮৮ (তারিকুল ইসলাম), ৪৭০৯০ (সাতুল) এবং ৪৯৬৯৩ (আসিফ)। এ প্রসঙ্গে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী বলেন, “নাগরিক বান্ধব আধুনিক জাদুঘরে রূপান্তরিত করার লক্ষ্যে বিজ্ঞান জাদুঘর নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিজ্ঞানকে বিনোদনের মাধ্যমে আমরা জনপ্রিয় করতে চাই এবং বাংলাদেশকে বিজ্ঞান শিক্ষায় উন্নত করে পৃথিবীর মানচিত্রে স্থান দিতে চাই।” র‍্যাফেল ড্রতে উক্ত বিজয়ীদের আগামী ১৯ জানুয়ারি বিজ্ঞান জাদুঘরে আগমনের আমন্ত্রণ জানানো হয়।

image_pdfimage_print