
পরিক্রমা ডেস্ক : জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে আজ (২৯.১২.২০২২খ্রি.) বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে প্লাস্টিক দূষণের ক্ষতি এবং সমাধানের উপায় সম্পর্কে এক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে বক্তারা প্লাস্টিক ব্যবহারের ক্ষতি, স্বাস্থ্যগত প্রভাব এবং এর বিকল্প উৎস সম্পর্কে বৈজ্ঞানিক তথ্য সমৃদ্ধ আলোচনা করেন।
আলোচনায় অংশ নেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তথ্য বিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী মিঠুন সর্দার ও রিপন ইসলাম শেখ এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের কিউরেটর মাসুদুর রহমান। মূল প্রবন্ধ উপস্থাপনকালে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী বলেন, “ প্লাস্টিক এখন দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশ হয়ে পড়েছে অথচ এর ব্যবহার পরবর্তী পরিণতি সম্পর্কে আমরা অত্যন্ত উদাসীন। ফলে নদী-নালা ও সমুদ্রগর্ভ বর্জ্য প্লাস্টিকে ভরে যাচ্ছে। বিশেষ করে ফুড চেইন এ ক্ষূদ্রাতিক্ষুদ্র প্লাস্টিক কণা ছড়িয়ে পড়ছে। এতে ক্যান্সার রোগের প্রকোপ বেড়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্র পৃথিবীর সর্বোচ্চ প্লাস্টিক দূষণকারী দেশ, অথচ তাঁরাই দূষণের বিরুদ্ধে উচ্চবাচ্য করে। প্লাস্টিক দূষণের হুমকি মোকাবেলায় সরকারের থ্রি-আর পলিসি বাস্তবায়ন করতে হবে। পাটের ব্যাগের দাম কমিয়ে প্লাস্টিকের ব্যাগের দাম বাড়িয়ে দিতে হবে। সিঙ্গেল ইউজ প্লাস্টিকের পণ্য ব্যবহার বন্ধ করতে হবে। অতি আধুনিকতা ও অতিযান্ত্রিকতাময় জীবন পরিহার করতে হবে। তরুণদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ রাস্তাঘাটে, বাজারে এবং জনপদে দূষণরোধী আন্দোলন গড়ে তুলতে হবে। তারুণ্যের শক্তিকে দূষণবিরোধী কার্যক্রমে ব্যবহার করতে হবে।” অনুষ্ঠানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৬০ জন শিক্ষার্থীকে বিজ্ঞান জাদুঘরের স্মারক উপহার প্রদান করা হয় এবং জাদুঘর পরিদর্শনসহ বিনা টিকেটে বিজ্ঞান প্রদর্শনীর আয়োজন করা হয়।