Home জাতীয় বিজ্ঞান জাদুঘরে সেমিনার : ওয়াসার পানি ব্যবস্থাপনা নাগরিক বান্ধব হতে হবে

বিজ্ঞান জাদুঘরে সেমিনার : ওয়াসার পানি ব্যবস্থাপনা নাগরিক বান্ধব হতে হবে

105
0
SHARE

পরিক্রমা ডেস্ক : পানি ব্যবহারে মিতব্যয়ী ও সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে বক্তারা ঢাকা ওয়াসার পানি সরবরাহ ব্যবস্থাপনা দূষণমুক্ত ও নাগরিক বান্ধব করার উপর গুরুত্ব আরোপ করেন। সাভারস্থ বাংলাদেশ লোক প্রশিক্ষণ কেন্দ্রের ১০৯তম সিনিয়র স্টাফ কোর্সে অংশগ্রহণকারী উর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের একটি টিম আজ (১০ ই অক্টোবর, ২০২৩) জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর পরিদর্শনে আসলে তাঁদের জন্য “পানি সম্পদের নৈতিক ও বিজ্ঞানসম্মত ব্যবহার” শীর্ষক এ সেমিনারের আয়োজন করা হয়। ৩ জন সামরিক ও ১৭ জন বেসামরিক উর্ধ্বতন কর্মকর্তা (যুগ্মসচিব পদমর্যাদা) এ সেমিনারে অংশগ্রহণ করেন। সেমিনারে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী বলেন, “ নাগরিকরা পানি ব্যবহারে নৈতিক নয় বিধায় ভবন পরিষ্কার কাজে ও গাড়ি ধোয়ার কাজে বিপুল পরিমান পানি নষ্ট হয়। বিপুল অর্থ ব্যয়ে উত্তোলিত কোটি কোটি লিটার পানির অপচয় রোধে আইনের কঠোর প্রয়োগ না হলে ওয়াসার পানি ব্যবস্থাপনা হুমকির মধ্যে পড়বে।” তিনি আরো বলেন, “ একটি বাসাবাড়িতে কমোডের ফ্লাশ ব্যবহারে দৈনিক 5০-৪০ লিটার পানির অপচয় হয়। টয়লেটের ফ্লাশ ব্যবস্থাপনাকে আধুনিক ও পানি সাশ্রয়ী করার জন্য নতুন প্রযুক্তি উদ্ভাবন করতে হবে।” এ সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা ওয়াসার নির্বাহী প্রকৌশলী জনাব মোহাম্মাদ বদরুল আলম। তিনি ঢাকা ওয়াসার পানি সরবরাহ ব্যবস্থা ও চলমান প্রকল্পসমূহের সার্বিক চিত্র তুলে ধরেন।

সেমিনারে আরো বক্তব্য রাখেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের যুগ্মসচিব নায়লা আহমেদ এবং পরিকল্পনা বিভাগের যুগ্মপ্রধান (যুগ্মসচিব) খোরশেদ আলম । সেমিনার শেষে অংশগ্রহণকারী উর্ধ্বতন কর্মকর্তাগণ জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ঘরের প্রদর্শনীবস্তু পরিদর্শন করেন ও চতুমাত্রিক উপভোগ করেন।

image_pdfimage_print