
আজ (১৬.১০.২০২৩খ্রি.) ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি)’এর ৬৫ জন প্রশিক্ষণার্থী কর্মকর্তা ও অনুষদ সদস্য জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর সফর করেন। এ উপলক্ষ্যে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে ‘বৈদ্যুতিক দূর্ঘটনা রোধে নাগরিকদের করণীয়’ শীর্ষক সেমিনার, উন্মুক্ত আলোচনা ও বিজ্ঞান প্রদর্শনীর আয়োজন করা হয়। সেমিনারে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী বলেন, “ডিপিডিসি ও ডেসকোসহ বিদ্যুৎ কোম্পানি সমূহের কর্মকর্তাদের বেতনভাতা ও সুযোগ সুবিধা অনেক বেশি, এই প্রেক্ষাপটে সংশ্লিষ্টদের দূর্নীতিমুক্ত থাকতে হবে। বিদ্যুৎ কোম্পানি সমূহকে সুশাসন দিয়ে গড়ে তুলতে হবে এবং সততা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। বৈজ্ঞানিক উদ্ভাবন ও প্রযুক্তি দিয়ে বৈদ্যুতিক দূর্ঘটনা রোধ ও বিদ্যুৎ চুরি রোধ করতে হবে এবং গ্রাহক সেবার মান বাড়াতে হবে। বহু মিল কারখানা ও বাণিজ্যিক প্রতিষ্ঠান কৌশলে বিদ্যুৎ চুরি করছে, তা’ কঠোরভাবে দমন করতে হবে। বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহারের ক্ষেত্রে গুনগত মানসম্পন্ন ও বিদ্যুৎ সাশ্রয়ী প্রযুক্তি ব্যবহার করতে হবে এবং ট্রান্সফর্মার নিয়মিত রক্ষণাবেক্ষণ করতে হবে। বিদ্যুতের অবৈধ সংযোগ থেকে বহু বৈদ্যুতিক দূর্ঘটনা ঘটে, তা’ প্রতিরোধে বিদ্যুৎ কর্মকর্তাদের নিয়মিত এলাকা পরিদর্শন ও এনফোর্সমেন্ট কার্যক্রম চালাতে হবে।” সেমিনারে মুল প্রবন্ধ উপস্থাপন করেন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের সিনিয়র কিউরেটর সুকল্যান বাছাড়। সেমিনারে আরও বক্তব্য রাখেন ডিপিডিসি’এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো: মহিউল আলম এবং বিজ্ঞান জাদুঘরের উপপরিচালক এ. জে. এম. সালাহ্উদ্দিন নাগরী। বক্তারা বৈদ্যুতিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং বৈদ্যুতিক দূর্ঘটনা পরিহারকল্পে নাগরিক সচেতনতার উপর জোর দেন এবং অনুমোদিত লোডের অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহার পরিহারের উপর গুরুত্বারোপ করেন।