
বিডি ক্লিন চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলা সমন্বয়ক মশিউর রহমান এর নেতৃত্বে গতকাল পরিচ্ছন্ন হলো সাহেব বাজার আঁখি টেলিকম থেকে করিম বেকারি পর্যন্ত।
এই সময় উক্ত কার্যক্রমে সমন্বয়ক মশিউর রহমান এর সাথে উপস্থিত ছিলেন উপজেলা সহ-সমন্বয়ক স্নিগ্ধা আলম, আইটি এন্ড মিডিয়া সমন্বয়ক সজীব আহমেদ, সমন্বয়ক অফ লজিস্টিক আজাদ হোসেন,সদস্যদের মধ্যে মাহবুব এলাহি সুজন, লায়লা আক্তার খাদিজা, নূরে আলম আরিফ, রাবেয়া সিকদার,মেহরাজ হোসেন আলভি,মুহাম্মদ রফিক,মাহিন হোসেন,জামিল আহমেদ রুমি,নাবিদ ইশতিয়াক উপস্থিত ছিলেন।