Home ব্রেকিং বিদেশি পিস্তলসহ মাদক ব্যবসায়ীর ভাই গ্রেফতার

বিদেশি পিস্তলসহ মাদক ব্যবসায়ীর ভাই গ্রেফতার

37
0
SHARE

হবিগঞ্জের মাধবপুর উপজেলার কুখ্যাত মাদক ব্যবসায়ী কাওছারের ছোট ভাই ফয়সল মিয়াকে (২৯) একটি বিদেশি পিস্তল, ২ রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিনসহ গ্রেফতার করেছে র‌্যাব।

রোববার (৩ নভেম্বর) ভোরে গ্রেফতারের পর রাত সাড়ে ১০টার দিকে র‌্যাব ভৈরব ক্যাম্পের সদস্যরা তাকে থানায় সোপর্দ করে। এ ব্যাপারে র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পের ডিএডি তহুরুল ইসলাম বাদি হয়ে মাধবপুর থানায় একটি মামলা করেছেন।

আটক ফয়সল মাধবপুর উপজেলার সীমান্তবর্তী শ্রীধরপুর গ্রামের হাদিছ মিয়ার ছেলে ও কুখ্যাত মাদক ব্যবসায়ী কাওছারের ছোট ভাই।র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পের একটি অভিযানিক দল উপজেলার মনতলা তেমোহনা এলাকা থেকে রোববার ভোররাতে তাকে আটক করে।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজমিরুজ্জামান জানান, ফয়সলকে মাধবপুর থানায় হস্তান্তর করেছে। আজ সোমবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে।

image_pdfimage_print