Home বিনোদন ফারিয়া জুই এর জামিন ক্যানসেল

ফারিয়া জুই এর জামিন ক্যানসেল

71
0
SHARE

মোঃ রবিউল ইসলাম জুয়েল : জনপ্রিয় কণ্ঠ শিল্পী ফারিয়া জুইয়ের ঈদ উপলক্ষে বিশেষ গান “জামিন ক্যানসেল” গানটির গীতিকার ও সুরকার রাসেল মিয়া। গানটিতে মডেল হয়েছেন আনান খান এবং শিল্পী ফারিয়া জুই নিজেই, গানটির মিউজিক ভিডিও পরিচালনা করছেন কামরুজ্জামান পুতুল, গানটি প্রযোজনা করেছেন তারেক খান, গানটি রিলিজ হবে ঈদের দ্বিতৃীয় দিন টি.কে বাংলা টিভি ইউটিউব চ্যানেলে।

image_pdfimage_print