
ঢাকা: গেন্ডারিয়া মিলব্যারাক এলাকায় অবস্থিত পবিত্র মাজার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে হযরত দয়াল বাবা মোতালেব শাহ্ (রহঃ)-এর ৪৭তম ওরশ মোবারক। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় ৩৩, আলমগঞ্জ রোডে, মাজার শরীফে।
ওরশ মোবারকে সভাপতিত্ব করেন মাজার কমিটির সদস্য সচিব নাহিদ ভাই। অনুষ্ঠান উদযাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন আরিফুল রহমান পান্না ও জাবেদ হোসেন মুন্না।
এ সময় উপস্থিত ছিলেন গেন্ডারিয়া থানা ৪৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী মোহাম্মদ ফারুক, সিনিয়র সহ-সভাপতি আশরাফ উদ্দিন শিপন, সাধারণ সম্পাদক ওমর মোতালেব টিটু, যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ।
এছাড়াও উপস্থিত ছিলেন ৪৬ নং ওয়ার্ড যুবদলের আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলা, সদস্য সচিব শাহিন আহমেদ কাজী, যুগ্ম আহ্বায়ক মোঃ আশরাফুল ইসলাম (রনি), সদস্য মোঃ মোহন ও মোঃ শাহিন।
ওরশে আরও উপস্থিত ছিলেন গেন্ডারিয়া থানা ছাত্রদলের সভাপতি মোঃ নাসির, কৃষক দলের সভাপতি হারুনুর রশিদ সুমন, শ্রমিক দলের সভাপতি মোঃ ইয়াসিনসহ থানা ও ওয়ার্ড পর্যায়ের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।
মাজার প্রাঙ্গণে মোনাজাতের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়। ওরশকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।