
আশিক সরকার ঃ
মুসলমানদের ত্যাগের উৎসব পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসিকে শুভেচ্ছা জানিয়েছেন, বিশ্ববিদ্যালয় পরিক্রমা প্রধান সম্পাদক ও প্রকাশক হারুন-অর-রশিদ।
দেশবাসির উদ্দেশে দেয়া এক শুভেচ্ছা বানীতে হারুন-অর-রশিদ দেশের স্বার্থে, পরিবারের স্বার্থে সবাইকে স্বাস্থবিধি মেনে পবিত্র ঈদুল আজহা উদযাপনের আহবান জানান।
করোনাভাইরাস নিয়ন্ত্রণে রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করে হারুন-অর-রশিদ বলেন, ‘সরকার করোনা নিয়ন্ত্রণে রাখতে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রীর আন্তরিক উদ্যোগে সর্বস্তরের মানুষকে টিকার আওতায় নিয়ে আসা হচ্ছে। লকডাউনে কর্মহীন বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ ও দরিদ্র মানুষের মাঝে নিয়মিত খাদ্য সামগ্রি বিতরণ এবং বিশেষ প্রনোদনা ঘোষণা প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি উজ্জল দৃষ্টান্ত।’
হারুন-অর-রশিদ মনে করেন, দেশের প্রতিটি মানুষ নিজ উদ্যোগে স্বাস্থবিধি মেনে চললে দ্রুত সময়ের মধ্যেই বাংলাদেশের মানুষ করোনার ভয়াবহতা থেকে রক্ষা পাবে। তিনি পবিত্র ঈদুল আজহায় গরীব মানুষের পাশে দাঁড়াতে বিত্তবানদের প্রতি আহবান জানান।