Home বিনোদন বিয়ের খবর দিলেন নিলয়

বিয়ের খবর দিলেন নিলয়

36
0
SHARE

আবারো বিয়ে করেছেন মডেল ও অভিনেতা নিলয় আলমগীর। পাত্রীর নাম তাসনুভা তাবাসসুম হৃদি। গত ৭ জুলাই তার উত্তরায় বাসায় বিয়ের কাজ সম্পন্ন হয়।

তবে বিয়ের খবরটি আজই গণমাধ্যমকে জানান নিলয়। নিজের ফেসবুকে শুভ কাজের খবরটি ভক্তদের সঙ্গে শেয়ার করেন তিনি। পাত্রী ঢাকা গার্হস্থ অর্থনীতি কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী। তার বাসা ঢাকার মগবাজারে। আর গ্রামের বাড়ি ভোলায়। করোনার কারণে ছোট পরিসরে দুই পরিবারের সদস্যদের উপস্থিতে করা হয় বিয়ের আয়োজন।

এ বিষয়ে নিলয় জানান, গত বছর লকডাউনে ফেসবুকেই হৃদির সঙ্গে তার পরিচয়। হৃদি পড়াশোনার পাশাপাশি লেখক ও সাংবাদিক হিসেবে কাজ করছেন। প্রাতিষ্ঠানিক কোনো কার্যক্রমে যুক্ত না থাকলেও একটি সমাজসেবামূলক স্বেচ্ছাসেবী সংগঠনের গণযোগাযোগের দায়িত্ব পালন করছেন তিনি।

উল্লেখ্য, এর আগে ২০১৬ সালে অভিনেত্রী ও মডেল আনিকা কবির শখকে বিয়ে করেছিলেন নিলয়। তবে তাদের সেই বিয়ে বেশি দিন টেকেনি।

image_pdfimage_print