
আশিক সরকারঃ করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে নিম্ন আয়ের মানুষদের উপার্জনের পথ বন্ধ হয়ে গেছে। একই কারণে তাদের খাবার জোগাড় করাও কঠিন হয়ে পড়েছে। এর সঙ্গে যোগ হয়েছে বৃষ্টি। বৃষ্টিতে ভিজে ভিজেই অপেক্ষা করতে হচ্ছে অনেককে। আবার অনেকেই খাবারের আশায় থেকে খালি হাতে ফিরে গেছেন ঘরে। এই বৃষ্টি উপেক্ষা করেই অনেকে আবার বেরিয়েছেন রাস্তায় অসহায় মানুষগুলোর হাতে খাবার তুলে দিতে। বৃষ্টির কারণে তাদের খাবার বিতরণেও পড়তে হয়েছে দুর্ভোগে।
মঙ্গলবার (১৭জুন ) রাতে থেকে রাজধানীসহ সারাদেশে থেমে থেমে বৃষ্টি হয়েছে। এতে খাবার জোগাড় করতে চরম বিপাকে পড়েছে সাধারণ মানুষ। রাস্তার পাশে নিম্ন আয়ের অনেক মানুষের অপেক্ষা ছিল যদি কেউ খাবার নিয়ে আসে। এসব মানুষদের জন্য খাবার নিয়ে এগিয়ে এসেছেন ঢাকা-৫ এমপি পদপ্রার্থী কামরুল হাসান রিপন।
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি, ঢাকা-৫ এমপি পদপ্রার্থী , কামরুল হাসান রিপন,মঙ্গলবার যাত্রাবাড়ী থানা, ৬১-নং ওয়ার্ড, বৃষ্টি উপেক্ষা করেই এসব মানুষের জন্য খাবার সরবরাহ করেছেন। খাবার সরবরাহ করা এলাকাগুলোর মধ্যে আছে ৬১-নং ওয়ার্ড এলাকায়।
অসহায় মানুষের জন্য বৃষ্টির মধ্যেও খাবারের ব্যবস্থা করেছেন কামরুল হাসান রিপন। মঙ্গলবার ৫০০ জনের জন্য রাতের খাবার তৈরি করেছেন তিনি। এ সময় স্বেচ্ছাসেবক লীগ দক্ষিণের নেতাকর্মী সহ উপস্থিত ছিলেন আমিনুল ইসলাম আমিন, পারভেজ হোসেন, হারুন অর রশীদ, মিজানুর রহমান লালন, বিদ্যুত চৌধুরী শিপন, আজিজুর রহমান খোকন, মামুন বাপ্পী, রবিন, ফয়সাল খান, মিলে সেটি বিতরণ করেছ যাত্রাবাড়ী এলাকায়।