
আজ বুধবার রাজধানী ঢাকার কাকরাইল ভিআইপি রোডে অবস্থিত ইন্সটিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি)মিলনায়তনে বৃহত্তর কুমিল্লার সর্বস্তরের ডিপ্লোমা প্রকৌশলীগনের উপস্থিতিতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়, উক্ত সভায় উপস্থিত সকলের সর্বসম্মতি ক্রমে ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষনা করা হয়।
বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, আইডিইবি এর সিনিয়র সহ সভাপতি মুক্তিযোদ্ধা এ কে এম আব্দুল মোতালেব কে আহ্বায়ক ও সাবেক ছাত্রনেতা ইঞ্জিনিয়ার মোঃ আবুল কাশেম কে সদস্য সচিব করে,
বৃহত্তর কুমিল্লা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের আহবায়ক কমিটি গঠন করা হয় আহ্বায়ক কমিটির সদস্যরা হলেন- ১. বীর মুক্তিযুদ্ধা এ কে এম আব্দুল মোতালেব – আহ্বায়ক ২. দেওয়ান মোঃ ইলিয়াস – যুগ্ম-আহ্বায়ক ৩. এম জাহান রহমান- যুগ্ন – আহবায়ক ৪. হাবিবুর রহমান -যুগ্ন – আহবায়ক ৫. এম সফিকুল ইসলাম মৃধা -যুগ্ন – আহবায়ক ৬.জামাল হোসেন নাহিদ- যুগ্ন – আহবায়ক
৭. খন্দকার জিয়াউল হক -যুগ্ন – আহবায়ক ৮. জাবেদ হোসেন ভুইয়া -যুগ্ন – আহবায়ক ৯. মিয়া মোহাম্মদ আসাদুজ্জামান -যুগ্ন – আহবায়ক ১০. মোঃ আবুল কাশেম – সদস্য সচিব সদস্যগন- ১১. সাইফুল ইসলাম ( মানিক)
১২. সাইফুজ্জামান (রিপন) ১৩.মোঃ কাউছার আহমেদ ১৪,মোঃ আকরাম হোসেন ভুইয়া ১৫. লুৎফর ভুইয়া ১৬. আনোয়ার পারভেজ ১৮. আলোমগীর হোসেন ১৯. মাসুদ রানা ২০. নেছার পাটোয়ারী ২১. মোঃ শাহজাহান মজুমদার
২২. সায়েম শিকদার বাবলু ২৩. মোঃ সাইফুল ইসলাম ২৪. মোঃ সাজ্জাদ কায়সার ২৫.মোঃ সাইফুল ইসলাম মিয়াজি ২৬.মোঃ আরিফ হোসাইন ২৭.মোঃ রবিউল আহমেদ সৌরব ২৮.রনজিত সরকার ২৯.তোফাজ্জল হোসাইন ৩০. আশেক উল্লাহ ৩১. মোঃ সজীব সিকদার. ৩২.মোঃ সোহাগ আলী ৩৩. মোঃ বিল্লাল হোসেন ৩৪. এম রুবেল হোসেন ৩৫. মোঃ জাহিদুল ইসলাম শুভ ৩৬. আরমান হোসেন ৩৭. মাহবুবুল আলম সৈকত ৩৮. সফিক পিন্টু ৩৯. মাহবুব হাসান ৪০. আর্কিটেক্ট ইমরান হোসেন ৪১. বিল্লাল হোসেন আপন।
নির্বাচিত নেতৃবৃন্দ সকল বিতর্কের উর্ধ্বে থেকে এসোসিয়েশনের উন্নয়নে একে অন্যের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাবার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। সভায় আগামী তিন মাসের মধ্যে পূর্নাঙ্গ কমিটি করে সংঘঠনকে আরো গতিশীল করার জন্য আহবায়ক কমিটিকে দায়িত্ব দেয়া হয়।