Home রাজনীতি বেঁচে থাকতে ভালোবাসার বিনিয়োগের থেকে লাভজনক বিনিয়োগ আর কিছুতেই নেই:- আবু কাউসার।

বেঁচে থাকতে ভালোবাসার বিনিয়োগের থেকে লাভজনক বিনিয়োগ আর কিছুতেই নেই:- আবু কাউসার।

37
0
SHARE

রাজনীতি জীবনের শুরু থেকে একটা কাজ সব সময় করা হতো৷ সিনিয়র সে রাজনীতি করুক বা না করুক দেখা মাত্রই সালাম দিতাম, এগিয়ে গিয়ে কথা বলতাম৷ বন্ধুদের সাথে চমৎকার সম্পর্ক ছিল আর জুনিয়র সে যে ই হোক চেষ্টা করেছি স্নেহের ডোরে আবদ্ধ করে রাখতে৷ এই সমাজে এখনো সব সময় হাস্যোজ্জ্বল নমনীয় ব্যবহারকে আমরা অনেকেই দুর্বলতা মনেকরি।

আমি বিশ্বাস করি মানুষকে ভালোবাসলে, সম্মান করলে নিয়তি তা আপনাকে দ্বিগুণ হারে ফিরিয়ে দেয়৷ মাটিতে পা রেখে যতটুকু ভালোবেসেছি তার থেকে ঢেরবেশি ভালোবাসা দিয়ে আপনারা আমাকে বাঁচিয়ে রেখেছেন, চলার গতিতে ভিন্নমাত্রা দিয়েছেন। যাদের সাথে কোনদিন দেখা হয়নি, কথা হয়নি তারাও আমাকে ভালোবেসে প্রমাণ করেছেন যে হাজার বছর পাশে থেকেও অনেক সময় সম্পর্ক গুলোর মাঝে স্বার্থের টানাপোড়েনে ভালোবাসা থাকে না, আবার দূরে থেকেও মানুষকে দারুণ ভাবে ভালোবাসা যায়। গতানুগতিক রাজনৈতিক স্রোতে চলতে না পারার কিছুটা হলেও ব্যতিক্রমী পথচলার একটা সময় পর্যন্ত ভাবতাম আমি বোধহয় অসহায়। কিন্তু দিনশেষে এখন মনেহয় আমার সহযোদ্ধা, সিনিয়র, জুনিয়র এবং সর্বোপরি বন্ধুদের বাধভাঙ্গা ভালোবাসা আমাকে আমার অজান্তেই অনেক বেশি শক্তিশালী করে দিয়েছে।

রাজনীতির ক্ষুদ্র পথ চলায় মানুষের সাথে চলতে চলতে এতটুকু বোঝার জ্ঞান হয়েছে যে কে কিভাবে আমাকে দেখছে৷ অনেকেই অন্ধের মতন আমাকে ভালোবেসে অনুপ্রাণিত করেছেন, আবার অনেকেই ব্যবহার বা কথার অস্ত্রে বহুবার আহত করেছেন৷ আমার মনেপড়েনা কখনো কোন প্রতিবাদ করেছি। কারণ আমি বিশ্বাস করি যারা ব্যবহার বা কথার আঘাতে কষ্ট দিতে চেয়েছেন তারাও দিনশেষে আমাকে ভালোবাসবে, আমার কাঁধে হাত রেখে সামনে এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে৷ কেননা আগেই বলেছি ভালোবাসলে নিয়তি আপনাকে তা দিগুন হারে ফিরিয়ে দিবে।

বেঁচে থাকতে ভালোবাসার বিনিয়োগের থেকে লাভজনক বিনিয়োগ আর কিছুতেই নেই৷ যতোই প্রতিকূলতা আসুক না কেন যতটুকু সম্ভব ভালোবাসার বিনিয়োগ করুন, দেখবেন দেরিতে হলেও জীবন মানুষের ভালোবাসায় পরিপূর্ণ হয়ে উঠবে৷ আমি বিশ্বাস করি সৃষ্টির সেরা জীব হিসেবে ভালোবাসা ছাড়া কোন মানুষ বাঁচতে পারে না৷ তাই ভালোবেসে ভালোবাসা অর্জন করে দেখুন,দেখবেন জীবনটা ভালোবাসার মতন সুন্দর 🙂

শুভেচ্ছা ও ভালোবাসা

ছাত্রলীগ নেতা ও নারায়ণগঞ্জ জেলা শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ এর সাবেক সাংগঠনিক সম্পাদক আবু কাউসার আহমেদ এর ফেসবুক ওয়াল থেকে নেওয়া।

image_pdfimage_print