
বি.পরিক্রমা অনলাইন রিপোর্ট : দেশের ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি ও বিশিষ্ট ব্যক্তিবর্গের জীবনী সংরক্ষণ নিয়ে কাজ করে আসা ‘বেঙ্গল আর্কাইভ’র খিলগাঁও, ঢাকা অঞ্চলের কার্যক্রমের শুভ উদ্বোধন হয় আজ ১৭ সেপ্টেম্বর, ২০২২। স্থানীয় স্বপ্নমেলা মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট কবি মমতাজ মনী শেলী। কবি নার্গিস আক্তার পপির সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন বিশিষ্ট শিক্ষা ও জনসংযোগবিদ এবং বিশ্ববিদ্যালয় পরিক্রমা পত্রিকার উপদেষ্টা সম্পাদক ড. হাবিবুর রহমান খান। আর সংশ্লিষ্ট এলাকার কার্যক্রমের শুভ উদ্বোধন করেন বেঙ্গল আর্কাইভের প্রতিষ্ঠাতা কবি কাউসার হোসেন সুইট। অনুষ্ঠানে বক্তারা দেশের ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি ও বিশিষ্ট ব্যাক্তিবর্গের জীবনী সংরক্ষণের উপর বিশেষ গুরুত্বারোপ করে বলেন, ভবিষ্যত প্রজন্মকে প্রকৃত শিক্ষায় শিক্ষিত করে তুলতে এর কোন বিকল্প নাই।