Home জাতীয় বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

39
0
SHARE

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যেই বুধবার ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন স্থানে বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করেছেন তৈরি পোশাক কারাখানার শ্রমিকরা।

ঢাকা: রাজধানীর মিরপুর, উত্তরা, পল্লবী ও প্রগতি সরণি এলাকায় এবং সাভারের বিভিন্ন স্থানে কারাখানার শ্রমিকরা রাস্তায় নেমে বিক্ষোভ করেছেন।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, মিরপুরে ‘নিডস ফ্যাশনস লি.’ এবং ‘আমিছি অ্যাপারেলস লি.’ নামের দুটি কারখানার কর্মীরা সকাল সাড়ে ৮টার দিকে রাস্তায় নেমে আসে এবং বকেয় বেতনের দাবিতে বিক্ষোভ করতে থাকে।

পরবর্তীতে, কর্তৃপক্ষের কাছ থেকে দাবি মেনে নেয়ার আশ্বাস পেয়ে সকাল ১০টার দিকে শ্রমিকরা তাদের বিক্ষোভ প্রত্যাহার করে নেন বলে জানান তিনি।

এদিকে, মিরপুর-১০ এলাকার ‘সাকিব গার্মেন্টস’ নামের একটি প্রতিষ্ঠানের কর্মীরা মিরপুর-১০ নম্বর গোল চত্ত্বর এলাকায় সকাল ১০টার দিকে বিক্ষোভ শুরু করে।

স্বপ্না আক্তার নামে ওই প্রতিষ্ঠানের এক কর্মী বলেন, তারা গত তিন মাসে কোনো বেতন পাননি। ‘এ কারণেই আমরা রাস্তায় নেমেছি। আমাদের বেতন না দেওয়া পর্যন্ত আমরা বিক্ষোভ চালিয়ে যাবো।’

পল্লবী থানার ওসি নজরুল ইসলাম জানান, সকাল সোয়া ১০টার দিকে পল্লবী এলাকার ‘ক্লেমন গার্মেন্টেস’ নামের প্রতিষ্ঠানের কর্মীরা রাস্তায় বিক্ষোভ শুরু করে। পরে কারাখানা কর্তৃপক্ষের সাথে আলোচনা করে আশ্বাস দেয়ার পর কর্মীরা রাস্তা থেকে সরে যায়।

ভাটারা থানার ওসি মুক্তারুজ্জামান বলেন, সকাল সাড়ে ৮টার দিকে কুরিলের প্রগতি সরণি এলাকায় পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেন। পরে কারখানা কর্তৃপক্ষের আশ্বাস পেয়ে সকাল সাড়ে ১০টার দিকে বিক্ষোভ কর্মসূচি প্রত্যাহার করে নেন শ্রমিকরা।

সাভার: সাভারেও বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করেছেন কারখানার শ্রমিকরা। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকরা কারখানার সামনে অবস্থান নেন ও ভাঙচুর করেন।

বুধবার সকালে সাভার পৌর এলাকার ভাগলপুরে বেঙ্গল ফাইন সিরামিকস কারখানায় শ্রমিক অসন্তোষের এ ঘটনা ঘটে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

প্রতিষ্ঠানটির শ্রমিকরা জানায়, ফেব্রুয়ারি ও মার্চ মাসের বেতন বকেয়া রয়েছে শ্রমিকদের। কারখানা কর্তৃপক্ষ বকেয়া বেতন দেয়া নিয়ে টালবাহানা করে আসছিল।

তারা জানান, এরই মধ্যে শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ না করেই করোনাভাইরাসের কারণে কারখানা বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এ অবস্থায় বাধ্য হয়েই রাস্তায় নেমে এসেছেন তারা। শ্রমিকেরা কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন। একপর্যায়ে উত্তেজিত শ্রমিকরা কারখানার ভেতরে প্রবেশ করে ও ভাঙচুর চালায়।

এ সময় কারখানার সামনের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। শিগগিরই বকেয়া বেতন পরিশোধ না করলে কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবেন বলে জানান কারখানার শ্রমিকেরা। পরে পুলিশ এসে কারখানার সামনে থেকে শ্রমিকদের সরিয়ে দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

বিষয়ে সাভার মডেল থানার ওসি এএফএম সায়েদ জানান, বিষয়টি গুরুত্বের সাথে দেখে ব্যবস্থা নেয়া হবে।

চট্টগ্রাম: করোনা ভীতি উপেক্ষা করে বেতন ভাতার দাবিতে চট্টগ্রাম ইপিজেডে রাস্তায় নেমে প্রায় দুঘন্টা বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা।

বুধবার সকাল সাড়ে ৮টার দিকে পদ্মা ওয়্যারস লিমিটেড নামে কারখানার শ্রমিকরা ফ্রি পোর্ট এলাকায় বিক্ষোভ করেন।

ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মোহাম্মদ নুরুল হুদা বলেন, সকাল সাড়ে ৮টার দিকে পোশাক শ্রমিকরা বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছির। পরে মালিক পক্ষ ১৮ এপ্রিল বেতন পরিশোধের আশ্বাস দিলে সকাল ১০টার দিকে তারা অবরোধ তুলে নেয়।

image_pdfimage_print