Home ব্রেকিং বেনাপোল পৌরসভা নির্বাচনে বিপুল ভোটে নৌকার জয়

বেনাপোল পৌরসভা নির্বাচনে বিপুল ভোটে নৌকার জয়

45
0
SHARE

মোঃ ফারুক আহম্মেদ: বেনাপোল পৌরসভা নির্বাচনে বিপুল ব্যবধানে জয় পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোঃ নাসির উদ্দিন। নৌকা প্রতীকে তিনি ১৩ হাজার ২৬৫ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মফিজুর রহমান সজন মোবাইল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী পেয়েছেন ৩৮২৫ ভোট।

সোমবার রাতে রিটার্নিং কর্মকর্তা আনিছুর রহমান বেসরকারিভাবে এই ফল ঘোষণা করেন।

কাউন্সিলর পদে ১নং ওয়ার্ড সাদিপুরে সুলতান আহমেদ বাবু, ২নং ওয়ার্ডে নামাজগ্রাম-দূর্গাপেুর শরীফুল ইসলাম, ৩নং ওয়ার্ডর্ বেনাপোলে মিজানুর রহমান, ৪নং ওয়ার্ডর্ কাগজপুকেুর শাহিনুর রহমান শাহিন, ৫নং ওয়ার্ডর্ দীঘিরপাড়ে আজিম উদ্দিন গাজী, ৬নং ওয়ার্ডর্র্ ভবারবেড়ে আসাদুজ্জামান আসাদ, ৭নং ওয়ার্ডর্ গাজীপুরে মজনুর রহমান নুপুর, ৮নং ওয়ার্ডর্ ছোটআঁচড়ায় হাসানুজ্জামান তাজিন, ৯নং ওয়ার্ডর্ বড়আঁচড়ায় কামাল হোসেন।

সংরক্ষিত মহিলা আসনে বিজয়ী প্রার্থীরা হলেন ১,২ ও ৩ নং ওয়ার্ডের্র্ জুলেখা খাতুন। ৪,৫ ও ৬ নং ওয়র্ডের্ মিম খাতুন, ৭,৮ ও ৯ নং ওয়ার্ডের্র্ মোছাঃ কামরুন্নাহার আন্না।

বেনাপোল পৌরসভার ১২টি ওয়ার্ডে মোট ভোটার ৩০ হাজার ৩৮৫ জন। এরমধ্যে প্রায় ৫৭.৯১ শতাংশ ভোট পড়েছে। ১৭ হাজার ৫৯৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে নানা ক্রটির কারণে ৭৭টি ভোট বাতিল ঘোষণা করা হয়েছে।

বেনাপোল প্রতিনিধি

image_pdfimage_print