
বেনাপোল সীমান্তের সাদিপুর এলাকা থেকে ১ কেজি ১৬২ গ্রাম ওজনের ১০টি স্বর্ণের বার উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৩ জানুয়ারি) রাত দুইটার সময় বেনাপোল সীমান্তের সাদিপুর এলাকা থেকে এ স্বর্ণগুলো উদ্ধার করা হয়। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
পুলিশ জানায়, রাত দুইটার সময় সীমান্তের সাদিপুর রোডে পুলিশ টহলে গেলে কয়েকজন ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় তাদেরকে থামতে বলা হয়। এ সময় তারা না থেমে দৌড়ে পালিয়ে যায়। এবং সেখানে তাদের ফেলে যাওয়া একটি ছোট পোটলা উদ্ধার করা হয়। যার মধ্যে থেকে এক কেজি ১৬২ গ্রাম ওজনের ১০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, উদ্ধার করা স্বর্ণের আনুমানিক বাজার মূল্য এক কোটি ১৫ লাখ টাকা। এ বিষয়ে বেনাপোল পোর্ট থানায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
মোঃ ফারুক আহম্মেদ/বেনাপোল