
পরিক্রমা ডেস্ক : গতকাল মঙ্গলবার ১৮ই অক্টোবর, ২০২২ তারিখে ইউনিভার্সিটি অব স্কিল এনরিচম্যান্ট অ্যান্ড টেকনোলজি ((ইউসেট)-এর উদ্যোগে বাংলাদেশের মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেল-এর ৫৮তম জন্মবার্ষিকীতে শেখ রাসেল দিবস্ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের নারায়ণগঞ্জের ফতুল্লার ভুইগড়ে ইউসেট অডিটোরিয়ামে সকাল ১১ টায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শেখ রাসেল দিবসের উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটি অব স্কিল এনরিচম্যান্ট অ্যান্ড টেকনোলজি (ইউসেট)-এর প্রতিষ্ঠাতা এবং বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান প্রফেসর ড. মোয়াজ্জেম হোসেন এবং ইউসেট-এর ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. নুরুল ইসলাম এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে ইউসেট-এর প্রতিষ্ঠাতা এবং বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান প্রফেসর ড. মোয়াজ্জেম হোসেন শেখ রাসেল দিবস উপলক্ষে “শেখ রাসেল রিসার্স ইন্সটিটিউট” প্রতিষ্ঠার ঘোষণা প্রদান করেন এবং সকল শিক্ষককে প্রতি বছরে অন্তত একটি করে রিসার্স পেপার জমা দেওয়ার জন্য গুরুত্তারুপ করেন। শেখ রাসেল দিবসের আলোচনা সভা শেষে উপস্থিত অতিথিবৃন্দ বৃক্ষরোপণ কর্মসূচীর অংশ হিসেবে বিশ্ববিদ্যালয় চত্বরে গাছের চারা রোপন করেন।
প্রধান অতিথির বক্তব্যে প্রফসের ড. মোয়াজ্জমে হোসনে বলেন, জাতির পিতা তাঁর কনিষ্ঠপুত্রকে পৃথিবী বিখ্যাত দার্শনিক বার্নাট বার্ট্রান্ড রাসেল-এর মত একজন দার্শনিক হিসেবে দেখতে চেয়েছিলেন কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস পিতা ও পুত্রকে একসাথে চিরবিদায় গ্রহণ করতে হয়েছিল। প্রধান অতিথি শহীদ শেখ রাসেলসহ জাতির জনকের পরিবারের ১৯৭৫ এর ১৫ আগস্টে শহীদ অন্যান্য সকল সদস্যদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। আলোচনা সভা ও দোয়া মাহফিল শেষে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে শহীদ শেখ রাসেল স্মরণে বৃক্ষরোপণ করেন।
আলচনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইউসেট-এর প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আনিস আলম সিদ্দিকী, ইউসেট-এর ট্রেজারার সুলতান মাহমুদ আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন। সভা শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন ইউসেট-এর স্কুল ইঞ্জিনিয়ারিং-এর ডিন এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. জেবুন্নাহার।
আলোচনা সভায় সঞ্চালনার দায়িত্বে ছিলেন ইউসেট-এর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের লেকচারার মিস মাহেলি আহমেদ। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ছাত্রছাত্রী, শিক্ষকমন্ডলী ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
 
				




