
বিশ্ববিদ্যায়ল পরিক্রমা ডেস্ক :   আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি’র সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন আলহাজ্ব এ্যাডভোকেট নুরুল অমিন রুহুল এমপি ।  ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত, দোয়া ও মিলাদ মাহফিলে,অন্যান্য নেতৃবৃন্দের সাথে উপস্থিত, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামীলীগের সহ-সভাপতি ও চাঁদপুর -২ আসনের সন্মানিত সংসদ সদস্য ।
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত, দোয়া ও মিলাদ মাহফিলে,অন্যান্য নেতৃবৃন্দের সাথে উপস্থিত, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামীলীগের সহ-সভাপতি ও চাঁদপুর -২ আসনের সন্মানিত সংসদ সদস্য ।
তিনি বলেন, ওবায়দুল কাদের দলের নিবেদিতপ্রাণ, চৌকস ও কর্মিবান্ধব একজন নেতা। তার মতো নেতা দলের সম্পদ। মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি যেন তিনি দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন।
রোববার ভোরে ফজরের নামাজের পর হঠাৎ শ্বাস-প্রশ্বাসে সমস্যা দেখা দিলে ওবায়দুল কাদেরকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তি করা হয়। বর্তমানে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটের (সিসিইউ) ২ নম্বর বেডে চিকিৎসাধীন তিনি। এনজিওগ্রামে তার হার্টে তিনটি ব্লক ধরা পড়েছে।
 
				




