
বিশ্ববিদ্যায়ল পরিক্রমা ডেস্ক :কক্সবাজারের মহেশখালীতে দুই সন্ত্রাসী গ্রুপের মধ্যে গোলাগুলিতে শাহাব উদ্দিন (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার ভোররাত সাড়ে ৪টার দিকে মহেশখালী উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের কালমাদিয়া পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শাহাব উদ্দিন উপজেলার কালারমারছড়া ইউনিয়নের নুনাছড়ি গ্রামের বাসিন্দা।
এ ব্যাপারে মহেশখালী থানার ওসি প্রভাষ চন্দ্র ধর জানান, মহেশখালী উপজেলার কালমাদিয়া পাহাড়ি এলাকায় দুই সন্ত্রাসী গ্রুপের মধ্যে গোলাগুলির খবরে মহেশখালী থানার একদল পুলিশ ঘটনাস্থল পৌঁছান। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। সে সময় আহত অবস্থায় শাহাব উদ্দিন নামে এক যুবককে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়। পরে ঘটনাস্থল তল্লাশি করে পাঁচটি বন্দুক উদ্ধার করা হয়।
ওসি আরও জানান, নিহত শাহাব উদ্দিনের বিরুদ্ধে হত্যা, সন্ত্রাসী ও অস্ত্রসহ ১৬টি মামলা রয়েছে। লাশটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।