Home ব্রেকিং করোন ভাইরাস মহামারী পরিস্থিতি মোকাবিলায় পুলিশ বাহিনী জীবন দিয়ে প্রমাণ করলো তাঁরাই...

করোন ভাইরাস মহামারী পরিস্থিতি মোকাবিলায় পুলিশ বাহিনী জীবন দিয়ে প্রমাণ করলো তাঁরাই দেশপ্রেমিক

SHARE

আসিক সরকার কৃতজ্ঞতা স্বীকার করছি আমি এ আর হারুন অর রশিদ বাঘ সভাপতি চাঁদপুর জেলা বাংলাদেশ বঙ্গবন্ধু তথ্য প্রযুক্তি লীগ, আসুন আমরা সবাই পুলিশ কর্মকর্তাদের প্রতি ভালোবাসা প্রকাশ করি, আমরা সবাই যখন রাত ঘুমিয়ে পড়ি , পুলিশ বাহিনীর সদস্যরা তখন নির্ঘুম চোখে পাহাড়া দেয় দেশ । আমরা যখন আমাদের প্রিয়জনদের সাথে গল্প করি, পুলিশ বাহিনীর সদস্যরা তখন রাস্তায় দাঁড়িয়ে ট্রাফিক নিয়ন্ত্রণ করতে ব্যস্ত থাকেন । একজন পুলিশ সদস্যের জীবনে যেমন সাহসিকতার গল্প আছে , তেমনি বিড়ম্বনার গল্প আছে । যেমন মানবিকতার গল্প আছে, তেমনি রুঢ়তার গল্প আছে ।
তাদের অমানুষিক পরিশ্রমের গল্পটা এ রকম –কখনো ৮ঘন্টা, কখনো ১২ঘন্টা, কখনো ১৬ঘন্টা আবার কখনো ১৮ঘন্টাই ডিউটি করতে দেখা যায় ।

 

কোনও ধরাবাধা নিয়ম নেই,তাদের জীবনে যেনও
কোনো উৎসব নেই । কোনও প্রাকৃতিক দুর্যোগ নেই।
কখনো ইউনিফর্ম প্রচন্ড গরমে ঘেমে ভিজে আবার কখনো বৃষ্টিতে ভিজে তাদের উপর অর্পিত দায়িত্ব পালনে ব্যস্ত থাকতে হয় ।

রাস্তার অলিগলি থেকে শুরু করে বঙ্গভবন, গনভবন।
মসজিদ, মন্দির, গির্জা , প্যাগোডা কোথায় নেই তাঁরা,
হাসপাতালে অসুস্থ রোগীর পাশ থেকে মৃত লাশের
পাশে, কিংবা করোনায় আক্রান্ত মৃত লাশের দাফনে ।
কৃষকদের ধান কাটায় । আবার মাঠে-ময়দানে , পাড়া-
মহল্লায়, হাটবাজার – কোথায় নেই তাঁরা ।

পার্থক্য এখানে , আমরা করোনা মোকাবিলায় ঘরে
বসে আছি আর তারা বাইরে দায়িত্ব পালন করছেন ।
আমরা সবাই প্রিয়জনদের সাথে তারা জীবনের
ঝুঁকিতে । তারা দায়িত্ব পালন করতে গিয়ে আক্রান্ত
হচ্ছে । ইতিমধ্যে তারা দায়িত্ব পালন করতে গিয়ে
আক্রান্ত হয়ে তিন সদস্যের মৃত্যু হয়েছে । আল্লাহ্
পাক তাদের শহীদের মর্যাদা দান করুন আমিন ।
আমাদের মাঝে অনেকেই তাদের অপছন্দ করি ।
তাদেরকে নিয়ে নেতিবাচক সমালোচনা করি ।

তাদের নিয়ে খারাপ মন্তব্য পোষণ করি । আসুন
পুলিশকে ঘৃনার চোখ দিয়ে না দেখে ভালোবাসা
আর শ্রদ্ধার সাথে দেখি । তাদের সহযোগিতা করি।
আমরা সবাই মিলে বাংলাদেশ পুলিশ বাহিনীর
সদস্যদের শ্রদ্ধা করি, সকলকে ভালোবাসি

image_pdfimage_print