
আসিক সরকার কৃতজ্ঞতা স্বীকার করছি আমি এ আর হারুন অর রশিদ বাঘ সভাপতি চাঁদপুর জেলা বাংলাদেশ বঙ্গবন্ধু তথ্য প্রযুক্তি লীগ, আসুন আমরা সবাই পুলিশ কর্মকর্তাদের প্রতি ভালোবাসা প্রকাশ করি, আমরা সবাই যখন রাত ঘুমিয়ে পড়ি , পুলিশ বাহিনীর সদস্যরা তখন নির্ঘুম চোখে পাহাড়া দেয় দেশ । আমরা যখন আমাদের প্রিয়জনদের সাথে গল্প করি, পুলিশ বাহিনীর সদস্যরা তখন রাস্তায় দাঁড়িয়ে ট্রাফিক নিয়ন্ত্রণ করতে ব্যস্ত থাকেন । একজন পুলিশ সদস্যের জীবনে যেমন সাহসিকতার গল্প আছে , তেমনি বিড়ম্বনার গল্প আছে । যেমন মানবিকতার গল্প আছে, তেমনি রুঢ়তার গল্প আছে ।
তাদের অমানুষিক পরিশ্রমের গল্পটা এ রকম –কখনো ৮ঘন্টা, কখনো ১২ঘন্টা, কখনো ১৬ঘন্টা আবার কখনো ১৮ঘন্টাই ডিউটি করতে দেখা যায় ।
কোনও ধরাবাধা নিয়ম নেই,তাদের জীবনে যেনও
কোনো উৎসব নেই । কোনও প্রাকৃতিক দুর্যোগ নেই।
কখনো ইউনিফর্ম প্রচন্ড গরমে ঘেমে ভিজে আবার কখনো বৃষ্টিতে ভিজে তাদের উপর অর্পিত দায়িত্ব পালনে ব্যস্ত থাকতে হয় ।
রাস্তার অলিগলি থেকে শুরু করে বঙ্গভবন, গনভবন।
মসজিদ, মন্দির, গির্জা , প্যাগোডা কোথায় নেই তাঁরা,
হাসপাতালে অসুস্থ রোগীর পাশ থেকে মৃত লাশের
পাশে, কিংবা করোনায় আক্রান্ত মৃত লাশের দাফনে ।
কৃষকদের ধান কাটায় । আবার মাঠে-ময়দানে , পাড়া-
মহল্লায়, হাটবাজার – কোথায় নেই তাঁরা ।
পার্থক্য এখানে , আমরা করোনা মোকাবিলায় ঘরে
বসে আছি আর তারা বাইরে দায়িত্ব পালন করছেন ।
আমরা সবাই প্রিয়জনদের সাথে তারা জীবনের
ঝুঁকিতে । তারা দায়িত্ব পালন করতে গিয়ে আক্রান্ত
হচ্ছে । ইতিমধ্যে তারা দায়িত্ব পালন করতে গিয়ে
আক্রান্ত হয়ে তিন সদস্যের মৃত্যু হয়েছে । আল্লাহ্
পাক তাদের শহীদের মর্যাদা দান করুন আমিন ।
আমাদের মাঝে অনেকেই তাদের অপছন্দ করি ।
তাদেরকে নিয়ে নেতিবাচক সমালোচনা করি ।
তাদের নিয়ে খারাপ মন্তব্য পোষণ করি । আসুন
পুলিশকে ঘৃনার চোখ দিয়ে না দেখে ভালোবাসা
আর শ্রদ্ধার সাথে দেখি । তাদের সহযোগিতা করি।
আমরা সবাই মিলে বাংলাদেশ পুলিশ বাহিনীর
সদস্যদের শ্রদ্ধা করি, সকলকে ভালোবাসি