Home ক্যাম্পাস খবর কিউএস এশিয়া ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং ২০২৪-এ বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে এনএসইউ’র শীর্ষস্থান অর্জন

কিউএস এশিয়া ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং ২০২৪-এ বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে এনএসইউ’র শীর্ষস্থান অর্জন

134
0
SHARE
-ফাইল ছবি

পরিক্রমা ডেস্ক : নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ) সর্বশেষ কিউএস এশিয়া ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং ২০২৪-এ বাংলাদেশের সকল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে শীর্ষস্থান অর্জন করেছে। সর্বশেষ র‍্যাঙ্কিং, এনএসইউ এশিয়াজুড়ে ৮৫৬ টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ১৯১ তম স্থান অর্জন করেছে, যা ২০২৩ সালের তুলনায় ২৮ ধাপ অগ্রগতি। এর মাধ্যমে এনএসইউ প্রথমবার ২০০ ব্যান্ডের বাধা অতিক্রমে সক্ষম হয়েছে। এশিয়ার দক্ষিণাঞ্চলের দেশগুলোর মধ্যে এনএসইউর অবস্থান ৩২তম।
এ অর্জনে সন্তোষ প্রকাশ করে এনএসইউ‘র উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলাম বলেন, “এই স্বীকৃতি পেয়ে আমরা অত্যন্ত সম্মানিত বোধ করছি। এটি আমাদের শিক্ষক, কর্মী এবং শিক্ষার্থীদের নিষ্ঠা এবং কঠোর পরিশ্রমের প্রমাণ।”

কিউএস এনএসইউকে `উচ্চ গবেষণাসমৃদ্ধ’ বিশ্ববিদ্যালয় হিসেবে চিহ্নিত করেছে উল্লেখ করে এনএসইউ’র উপাচার্য বলেন, “আমরা ভবিষ্যতে এশিয়ার শীর্ষ ১০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে নিজেদের অবস্থান নিশ্চিত করতে চাই।”

বাংলাদেশের মোট ২৫টি বিশ্ববিদ্যালয় এশিয়া ইউনিভার্সিটি ক্যাটাগরিতে তালিকাভুক্ত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এনএসইউর আগে অবস্থান করছে। এই মর্যাদাপূর্ণ তালিকায় স্থান পাওয়া বাংলাদেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের অভিনন্দন জানিয়ে এনএসইউ উপাচার্য বলেন, “উচ্চশিক্ষার মানোন্নয়নে আমরা সম্মিলিতভাবে এগিয়ে যাচ্ছি।”

কিউএস এশিয়া ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং, যুক্তরাজ্য ভিত্তিক কোয়াকোয়ারেলি সাইমন্ডস (কিউএস) দ্বারা সংকলিত।

image_pdfimage_print