Home ব্রেকিং খেলা-ধুলায় অংশগ্রহন করে শিক্ষার্থীরা প্রতিভা বিকাশের সুযোগ পায়: শিক্ষামন্ত্রী

খেলা-ধুলায় অংশগ্রহন করে শিক্ষার্থীরা প্রতিভা বিকাশের সুযোগ পায়: শিক্ষামন্ত্রী

48
0
SHARE

চাঁদপুর: হাইমচরবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি বলেছেন, সারাদেশেই গ্রীষ্মকালীন এই ক্রীড়া প্রতিযোগিতা হয়। তারা পড়-শুনার পাশাপাশি এসব ক্রীড়া প্রতিযোগিতায় অংশ গ্রহন করছে। বিভিন্ন ক্রীড়ায় অংশগ্রহনের মধ্য দিয়ে তাদের শারিরীক, মানসিক এবং স্বাস্থ্য তাদের যে অনন্য প্রতিভা আছে তা বিকাশ করার সুযোগ পায়।

শনিবার (৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় চাঁদপুরের হাইমচর উপজেরার দূর্গাপুর উচ্চ বিদ্যালয় মাঠে ৪৮তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

হাইমচর উপজেলা পরিষদ চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুরের জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান, পুলিশ সুপার (এসপি) জিহাদুল কবির, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল, হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফেরদৌসি বেগম ও হাইমচর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোতালেব জমাদার।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তর প্রধান, উপজেলা মাধ্যমিক শিক্ষক কল্যাণ সমিতির সভাপতি মো. মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক এম.এ. মান্নান, বিভিন্ন স্কুল ও মাদ্রাসার প্রধান, শিক্ষক, স্থানীয় জনপ্রতিনিধিসহ আওয়ামী লীগ এবং অঙ্গসহযোগী সংগঠনের বহু নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

পরে মন্ত্রী বল মেরে ফুটবল প্রতিযোগিতা মাধ্যমে প্রতিযোগিতার উদ্বোধন করেন।

image_pdfimage_print