Home ব্রেকিং গুলিস্তানে পুলিশের গুলিতে মাদক বিক্রেতা নিহত

গুলিস্তানে পুলিশের গুলিতে মাদক বিক্রেতা নিহত

57
0
SHARE

বিশ্ববিদ্যায়ল পরিক্রমা ডেস্ক : রাজধানীর গুলিস্তান নাট্যমঞ্চের পাশে পুলিশের গুলিতে কামাল হোসেন (৩৫) নামের এক মাদক মাদক বিক্রেতার মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টার দিকে ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক রাত দেড়টার দিকে মৃত ঘোষণা করেন।

পল্টন থানার উপ পরিদর্শক (এসআই) সৈয়দ আলী জানান, রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় নাট্যমঞ্চের পাশে মাদক বিক্রেতারা অবস্থান করছে। পুলিশ ঘটনাস্থলে গেলে পুলিশকে লক্ষ্য করে গুলি করে। পরে পুলিশ পাল্টা গুলি করে। ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় একজনকে উদ্ধার করে। মৃতদেহ ময়না তদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

image_pdfimage_print