

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি (আইআইসিটি)-এর উদ্যোগে “ডি-নথি” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে আজ ০৫ই জুন (বুধবার) ২০২৪ খ্রি. বেলা ২:৩০ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি (আইআইসিটি)-এর কম্পিউটার ল্যাবে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়েটের মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। এতে বিশেষ অতিথি ছিলেন মাননীয় প্রো-ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. জামাল উদ্দীন আহাম্মদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইআইসিটি-এর পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মশিউল হক। কর্মশালয় প্রশিক্ষক হিসেবে ছিলেন আইআইসিটি-এর সিস্টেম এনালিস্ট মো: তৌহিদুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন আইআইসিটি-এর সহকারী কম্পিউটার প্রোগ্রামার চিন্ময় ভৌমিক। এতে বিভিন্ন বিভাগ, অফিস ও শাখা থেকে মনোনীত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণ প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন।
//স্বাক্ষরিত//
আইদিত ইবনে মঞ্জু
জনসংযোগ কর্মকর্তা
জনসংযোগ দপ্তর,
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়