Home ক্যাম্পাস খবর চুয়েটে শিমুল স্মৃতি আন্তঃ অনুষদ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ শুরু

চুয়েটে শিমুল স্মৃতি আন্তঃ অনুষদ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ শুরু

6
0
SHARE

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)- এর শিক্ষক সমিতির আয়োজনে প্রয়াত শিক্ষক শিমুল বিশ্বাস এর স্মরণে শিমুল স্মৃতি আন্তঃঅনুষদ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ ইং শুরু হয়েছে। উদ্বোধনী খেলায় পুর ও পরিবেশ কৌশল অনুষদ এবং স্থাপত্য ও পরিকল্পনা অনুষদ মুখোমুখি হয়। আজ ৭ সেপ্টেম্বর (রবিবার) ২০২৫ খ্রি: বুধবার বিকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন চুয়েটের ভারপ্রাপ্ত ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেন। এতে বিশেষ অতিথি ছিলেন পুর ও পরিবেশ কৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. আসিফুল হক, বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডীন অধ্যাপক ড. এ.এইচ. রাশেদুল হোসেন, স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ রাশিদুল হাসান ও ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো: মাহবুবুল আলম। শিক্ষক সমিতি এর সভাপতি অধ্যাপক ড. জি.এম. সাদিকুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চুয়েট শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোঃ আরাফাত রহমান। এবারের টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলো হচ্ছে পুরকৌশল অনুষদ, যন্ত্রকৌশল অনুষদ, তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদ, স্থাপত্য ও পরিকল্পনা অনুষদ। এতে টাইটেল স্পন্সর হিসেবে ছিলো রয়েল সিমেন্ট লিমিটেড।
image_pdfimage_print