
স্টাফ রিপোর্টারঃ
ময়মনসিংহের নান্দাইল মডেল থানার ওসি মুনসুর আহম্মেদ কে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। গত সোমবার ওসি মুনসুর আহম্মেদ কে স্ট্যান্ড রিলিজ করে ময়মনসিংহ পুলিশ লাইন্সে যুক্ত করা হয়েছে। বদলির বিষয়টি ময়মনসিংহ পুলিশ সুপার নিশ্চিত করেন। তিনি আরো জানান, নান্দাইল মডেল থানার ওসি মুনসুর আহম্মেদকে জন স্বার্থে বদলি করা হয়েছে। তার বদলিতে নতুন ওসি হিসাবে নান্দাইল মডেল থানায় যোগদান করেন মিজানুর রহমান আকন্দ । মিজানুর রহমান আকন্দ ময়মনসিংহ জেলার তারাকান্দা থানায় ওসি হিসাবে কর্মরত ছিলেন। মঙ্গলবার (১লা সেপ্টেম্বর) রাতে ওসি মুনসুর আহম্মেদ নবনিযুক্ত ওসি মিজানুর রহমান আকন্দ কে থানার দায়িত্ব বুঝিয়ে দেন।