
বিশ্ববিদ্যায়ল পরিক্রমা ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ায় পরকীয়ার অভিযোগ এনে স্ত্রী জেসমিন আক্তার আঁখিকে (২৩) হত্যার দায়ে জিসান চৌধুরী জিকু (২৮) নামে এক যুবককে ফাঁসির দণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলা ও দায়রা জজ মোহাম্মদ শফিউল আজম এ দণ্ডাদেশ প্রদান করেন।
দণ্ডপ্রাপ্ত জিকু ব্রাহ্মণবাড়িয়া পৌরশহরের নিউ মৌড়াইল মহল্লার মো. ছানাউল্লাহ্ চৌধুরীর ছেলে।
আদালত সূত্রে জানা গেছে, নিহত আঁখি ঢাকার ডেমরা এলাকার মুসলিম মুন্সির মেয়ে। ২০১৩ সালের ২৭ আগস্ট দুপুরে স্বামী জিসান চৌধুরী জিকু তাকে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন। জিকু নিজেই ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশকে ফোন করে পরকীয়ার কারণে তার স্ত্রীকে হত্যার কথা জানান।
এ ঘটনায় ওই দিনই আঁখির বাবা বাদী হয়ে জিকুর বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করলে তিনি আদালতে হত্যাকাণ্ডের দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। পরবর্তীতে মামলায় জামিনে বের হওয়ার পর থেকেই পলাতক রয়েছেন তিনি।
এ রায়ে সন্তোষ প্রকাশ করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী আবদুল্লাহ্ আল মাসুম।
 
				



