
বিশ্ববিদ্যালয় পরিক্রমা ডেস্ক :
ঢাকা বিশ^বিদ্যালয় পদার্থ বিজ্ঞান বিভাগ এবং আইন বিভাগে অধ্যয়নরত
মেধাবী ৪জন শিক্ষার্থী ‘প্রফেসর মাহফুজা খানম-ব্যারিস্টার শফিক আহমেদ
বৃত্তি, ২০১৭-১৮’ লাভ করেছে। বৃত্তিপ্রাপ্তরা হলেন পদার্থ বিজ্ঞান বিভাগের- মো.
বোরাক উর রহমান রনো এবং আইন বিভাগের মো. জাহিদ-আল-মামুন, সাইমি
ওয়াদুদ ও মাকসুদা সরকার।
মুস্তাফিজুর রহমান খান-সালেহা খানম মেমোরিয়াল বৃত্তি
পেলেন ৫ শিক্ষার্থী
ঢাকা বিশ^বিদ্যালয় ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স বিভাগ এবং উইমেন এন্ড
জেন্ডার স্টাডিজ বিভাগে অধ্যয়নরত ৫জন মেধাবী শিক্ষার্থী ‘মুস্তাফিজুর রহমান
খান-সালেহা খানম মেমোরিয়াল বৃত্তি, ২০১৭-১৮’ লাভ করেছে। বৃত্তিপ্রাপ্তরা হলেন
উইমেন এন্ড জেন্ডার স্টাডিজ বিভাগের নওশিন তাবাচ্ছুম ও মো. আতিকুর রহমান
এবং ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স বিভাগের শুভ কস্তা, আল-হাসান ও মিতা রানী পাল।
আজ ১৫ মে ২০১৯ বুধবার উপাচার্য লাউঞ্জে এক অনুষ্ঠানে প্রধান অতিথি
হিসেবে উপস্থিত থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো.
আখতারুজ্জামান শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক তুলে দেন।
বৃত্তি প্রদান অনুষ্ঠানে উভয় ট্রাস্ট ফান্ডের দাতা প্রফেসর মাহফুজা খানম,
বিশ^বিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন, সামাজিক বিজ্ঞান
অনুষদের ডিন অধ্যাপক ড. সাদেকা হালিম. পদার্থ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান
অধ্যাপক ড. মো. আবদুস ছাত্তার, আইন বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক ড.
নাইমা হক, উইমেন এন্ড জেন্ডার স্টাডিজ বিভাগের চেয়ারপার্সন ড. সানজীদা
আখতার, ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. আবু তালেব
এবং বিশ^বিদ্যালয়ের রেজিষ্ট্রার মো. এনামউজ্জামান উপস্থিত ছিলেন।
উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের
অভিনন্দন জানিয়ে বলেন, তোমাদের ভবিষ্যত কর্মজীবনে এই বৃত্তির একটি প্রভাব
থাকবে। এটি অন্যদের জন্য একটি অনুপ্রেরণার উৎস হয়েও থাকবে। ঢাকা
বিশ^বিদ্যালয় অসাম্প্রদায়িক, উদার ও নৈতিক মূল্যবোধ লালন করে। শিক্ষার্থীদের
জীবনে মেধার পাশাপাশি এসব মূল্যবোধেরও বিকাশ ঘটবে বলে উপাচার্য আশা
প্রকাশ করেন।
উল্লেখ্য, ঢাকা বিশ^বিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান, আইন, ব্যাংকিং এন্ড
ইন্স্যুরেন্স এবং উইমেন এন্ড জেন্ডার স্টাডিজ বিষয়ে ¯(সম্মান) পরীক্ষায়
সর্বোচ্চ সিজিপিএ অর্জনকারী ছাত্র এবং ছাত্রীকে ¯শ্রেণিতে
অধ্যয়নরত অবস্থায় এই বৃত্তি প্রদান করা হয়।