
শামসুজ্জামান ডলার :
কমভোটারের উপস্থিতির মধ্যদিয়ে চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় নিয়মরক্ষার নির্বাচন সম্পন্ন হয়েছ। ১পৌরসভা ও ১৪ ইউনিয়নের মতলব উত্তর উপজেলায় ইতিপূর্বেই চেয়ারম্যান প্রার্থী নৌকা প্রতীকের এমএ কুদ্দুস বিনা প্রতিদ্বন্ধীতায় নির্বাচিত হেয়েগেছেন। গত কয়েকদিন পূর্বে ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান ৮ প্রার্থী সমঝোতার মাধ্যমে একজনকরে ২জন প্রার্থী মাঠে থাকায় নির্বাচন হয়ে দাঁড়ায় নিয়ম রক্ষার নির্বাচনে।
নিয়ম রক্ষার এই নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোতাহার হোসেন খাঁন সুফল উড়োজাহাজ প্রতীক নিয়ে জয়লাভ করে। অন্যদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফুটবল প্রতীক নিয়ে শাহিনা অাক্তার জয়লাভ করে।
নির্বাচনে পুলিশ, র্যাব, বিজিবি, নির্বাহী ম্যাজিষ্ট্রেট, পুলিং, প্রিজাইডিং, অানসারসহ নির্বাচন সংশ্লিষ্ট দায়িত্বে ছিলেন ২৬শ’ ৯০জন।
মতলব উত্তর উপজেলায় ৯৭কেন্দ্রে ভোটকক্ষ ছিল ৫৫০টি অার ভোটার সংখ্যা ২লক্ষ ৩২হাজার ৯৮।
নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোতাহার হোসেন খাঁন সুফল পেয়েছেন ১লক্ষ ২১হাজার ৫৩৮ ভোট অার মহিলা ভাইস চেয়ারম্যান পদে শাহিনা অাক্তার পেয়েছেন ১লক্ষ ১৪ হাজার ৩২৩ ভোাট।
ছবি ক্যাপশন: মতলব উত্তর উপজেলা পরিষদ নির্বাচনে বিনাপ্রতিদ্বন্ধীতায় বিজয়ী চেয়ারম্যান, নির্বাচিত ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান।