
মনিরুল ইসলাম মনির :
মতলব উত্তর উপজেলা পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম শিমুলের সমর্থনে সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে মিলারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আওয়ামীলীগ নেতা মো. দুলাল প্রধানের সভাপতিত্বে ও যুবলীগ নেতা ওয়েসী আহমেদ শিবলীর সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম শিমুল।
এ সময় তিনি বলেন, রাজনীতির পাশাপাশি মানুষের সেবা করার জন্যই আসন্ন উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে নির্বাচন করতে তিনি গণসংযোগ শুরু করেছেন। জনপ্রিয়তার বিবেচনায় দলীয় মনোনয়ন পেলে তিনি নির্বাচন করবেন। দলীয় নেতাকর্মী ও জনগণ তারা যদি আমাকে প্রার্থী হিসাবে চান তো প্রার্থী আমাকে হতেই হবে। কারণ আমার রাজনীতি মূলত জনগণকে নিয়ে। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আমি চেয়ারম্যান পদে নির্বাচন করতে চাই। আশা করি দল আমাকে মনোনয়ন দিবেন।
সভায় বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামীলীগ নেতা হাসান ইমাম, আওয়ামীলীগ নেতা তোফাজ্জল হোসেন দর্জি, মইন উদ্দিন শুনু, যুবলীগ নেতা নজরুল ইসলাম সরকার, জাহিদ হোসেন মাষ্টার, আবুল কালাম প্রধান, বিশিষ্ট ব্যবসায়ী সাজ্জাদ হোসেন রহমান, আলাউদ্দিন প্রধান, উপজেলা ছাত্রলীগ নেতা অলিউল্লাহ অলি।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- আওয়ামীলীগ নেতা মোকাদ্দেস হোসেন, এমএ ছাত্তার মাষ্টার, বিশিষ্ট ব্যবসায়ী শাকিল আহমেদ, শ্রমিকলীগ নেতা মানিক মিয়া, শ্যামল সরকার, স্বেচ্ছাসেবকলীগ নেতা আতাউর রহমান শিপন, যুবলীগ নেতা মহসিন মিয়া, মানিক ছৈয়াল, লিটন ভূঁইয়া, নবী হোসেন, রিপন ছৈয়াল, মঞ্জুর আহমেদ বাবু’সহ নেতৃবৃন্দ।