
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার খাদেরগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ জুলাই) অনুষ্ঠিত এ নির্বাচনে চেয়ারম্যান পদে হেরেছেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী সৈয়দ মনজুর হোসেন রিপন।
কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই ইভিএমের মাধ্যমে অবাধ ও সুষ্ঠুভাবে বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ করা হয়। ভোট গণনা শেষে বেসরকারিভাবে ফল ঘোষণা করা হয় সন্ধ্যায়।
নির্বাচনে বর্তমান ইউপি সদস্য ও চেয়ারম্যান প্রার্থী ইকবাল হোসেন হাওলাদারের (প্রতীক ঘোড়া) কাছে পরাজিত হন বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সৈয়দ মনজুর হোসেন রিপন।
নির্বাচনের দায়িত্বে থাকা রিটার্নিং অফিসার আবু জাহের ভূঁইয়া সন্ধ্যায় বেসরকারিভাবে ইকবাল হোসেন হাওলাদারকে বিজয়ী ঘোষণা করেন। তার প্রাপ্ত ভোট ৬ হাজার ৭০। অন্যদিকে সৈয়দ মনজুর হোসেন রিপন পেয়েছেন ৪ হাজার ৮৪১ ভোট।
এছাড়া নির্বাচনে বাংলাদেশ ইসলামী আন্দোলন মনোনীত চেয়ারম্যান প্রার্থী মাওলানা শরিফুল ইসলাম সুজন (প্রতীক হাতপাখা) পেয়েছেন ১ হাজার ৩৬৪ ভোট।