Home ব্রেকিং মুজিব বর্ষ পল্লী বিদ্যুতের সেবা বর্ষ

মুজিব বর্ষ পল্লী বিদ্যুতের সেবা বর্ষ

45
0
SHARE

আফাজ উদ্দিন মানিক (কচুয়া) : মুজিব বর্ষ পল্লী বিদ্যুতের সেবা বর্ষ এই প্রত্যয়ে চাঁদপুর পল্লীবিদ্যুৎ সমিতি-১ এর কচুয়া জোনাল অফিসের আওতাধীন এলাকায় গ্রাহকদের নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সুবিধা দেওয়ার লক্ষ্যে দিবানিশি কাজ করে যাচ্ছে পল্লীবিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

বিশেষ করে নিপর বিভাগ ও সদস্যসেবা বিভাগের লোকজন নিজের আরাম আয়েশকে একদিকে ফেলে রেখে গ্রাহককে সেবা দেওয়ার জন্য ছুটে চলছে অবিরত। পল্লীিবদ্যুতের সেবার মান সম্পর্কে নিয়মিত একজন গ্রাহক তফিরা গ্রামের মাওলানা মোহাম্মদ আলী বলেন, বর্তমানে বাংলাদেশে সেবামুলক যে সমস্ত প্রতিষ্ঠান রয়েছে এর মধ্যে অন্যতম রয়েছে পল্লীবিদ্যুৎ। গভীর রাত্রে আমার পাড়ায় আসা লাইনের উপরে গাছ পড়ে তার ছিঁড়ে গিয়েছিল,ওই রাত্র প্রায় সাড়ে ১২ টার দিকে অফিসে ফোন দিয়ে জানানোর ফলে লাইনম্যান দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে,বৃষ্টির কারনে সমস্যা সমাধানে ব্যর্থ হওয়ায় ৪টা বাজে ফেরৎ যায় এবং পরদিন সকালে এসেই কাজ সমাপ্ত করে। এ ধরনের দ্রুত সেবা কোন প্রতিষ্ঠান দেয় কিনা আমার জানা নাই।

এ বিষয়ে কচুয়া জোনাল অফিসের ডিজিএম মোঃ জাহাঙ্গীর আলমের কাছে জানতে চাইলে তিনি বলেন,বতর্মানে মানুষের মৌলিক চাহিদা গুলোর অন্যতম হলো বিদ্যুৎ। শেখ হাসিনার উদ্যেগ ঘরে ঘরে বিদ্যুৎ, এ কার্যক্রম বাস্তবায়ন হলে পল্লী অঞ্চলে আতর্মানবতার সেবা শতভাগ বাস্তবায়ন সম্ভব হবে এবং গ্রাম হবে শহর- শহর হবে গ্রাম মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন সফল হবে। তিনি আরো বলেন, বিদ্যুৎ যে ভাবে মানুষের উপকারে আসে তেমনি জীবন নাশ ও করতে পারে। রাত্র কিংবা দিনে যে কোন সময়ে অভিযোগ পেলেই দ্রুত সমাধানের জন্য চেষ্টা করি। গ্রাহকদের নিরবিচ্ছিন্ন সেবা দেওয়াই আমার অফিসের লক্ষ্য। মুজিব বর্ষে প্রত্যেকের ঘরে বিদ্যুৎ সংযোগ দেওয়া এবং গ্রাহকদের মাঝে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সুবিধা দেওয়ার দৃঢ় প্রত্যয় আমাদের।

image_pdfimage_print