Home আইন/আদালত সম্রাটের বিরুদ্ধে অভিযোগ গঠন: শুনানি ৩০ নভেম্বর

সম্রাটের বিরুদ্ধে অভিযোগ গঠন: শুনানি ৩০ নভেম্বর

41
0
SHARE

রমনা থানায় অস্ত্র ও মাদক আইনে করা মামলায় যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল চৌধুরী সম্রাটের বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নিয়েছেন আদালত। এই মর্মে অভিযোগ গঠন শুনানির জন্য ৩০ নভেম্বর দিন ধার্য করা হয়েছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে পুলিশের কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে সম্রাটকে মহানগর দায়রা জজ কোর্টে হাজির করা হয়। পরে আদালত এ দিন ধার্য করে।

এদিকে গত বছর ৬ নভেম্বর ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সম্রাটের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন তদন্ত কর্মকর্তা র‌্যাব-১-এর এসআই শেখর চন্দ্র মল্লিক।

এরপর গত ৯ ডিসেম্বর মাদক মামলায় সম্রাট ও আরমানের বিরুদ্ধে চার্জশিট জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা র‌্যাব-১-এর এসআই আবদুল হালিম।

প্রসঙ্গত, ক্যাসিনো বিরোধী অভিযানের সময় গত বছরের অক্টোবর মাসে কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে সম্রাটকে আটক করে র‌্যাব। এরপর অসুস্থতাজনিত কারণে বহু দিন হাসপাতালে ছিলেন তিনি।

এখন সম্রাটের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে।

image_pdfimage_print