
সিলেট প্রতিনিধি : দেশের উত্তর-পূর্বাঞ্চলের জেলা সিলেটে ২ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। এতে কেঁপে ওঠে বাসাবাড়ি। ৪/৫ সেকেন্ড স্থায়ী এ ভূমিকম্পে ঘরবাড়ি দুলতে থাকলে লোকজন দ্রুত বেরিয়ে আসেন। তবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
শনিবার (২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে এ কম্পন অনুভূত হয়। কম্পনটির উৎপত্তিস্থল সিলেটের কাছাকাছি ভারতে হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
আবহাওয়া অধিদফতরের ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্রের কর্মকর্তা সুমন সাহা গণমাধ্যমকে জানান, পর্যবেক্ষণে দেখা যাচ্ছে বাংলাদেশের উত্তরাঞ্চল সিলেটের পার্শ্ববর্তী ভারতে ভূমিকম্পের উৎপত্তিস্থল। ২ দশমিক ৫ মাত্রার এ কম্পন কেবল সিলেটেই অনুভূত হয়েছে। এছাড়া কম্পনটি একটি স্টেশনেই রেকর্ড সনাক্ত করা সম্ভব হয়েছে।