Home ব্রেকিং সেই মায়ের পর এবার মেয়ের মৃত্যু

সেই মায়ের পর এবার মেয়ের মৃত্যু

124
0
SHARE

স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় নিজের গর্ভজাত মেয়ের মুখে বিষ ঢেলে দিয়ে তারপর বিষপান করেন মা।

সেই মায়ের মুত্যুর পর এবার শিশু মেয়েটিও মারা গেছেন। রোববার রাত সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মেয়েটি মারা যায়। ফাইজা ইসলামের চাচা খায়রুজ্জামান টিটো মোল্লা মৃত্যুর বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন।

২৪ অক্টোবর সন্ধ্যায় বিষপান করে অসুস্থ হওয়া ৮ বছরের মেয়ে ফাইজা ইসলাম ও তার মা মৌসুমী আজাদকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে ২৫ অক্টোবর রাতে মা মৌসুমী আজাদের মৃত্যু হয়। দীর্ঘ ১০ দিন পর অবশেষে ৩ নভেম্বর রাত সাড়ে ১০টার দিকে মেয়ে ফাইজা ইসলাম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়।

ফাইজা ইসলামের চাচা খায়রুজ্জামান টিটো মোল্লা মৃত্যু নিশ্চিত করে জানান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রাত সাড়ে ১০টার দিকে ফাইজা মৃত্যুর কোলে ঢোলে পড়েন। আমরা ওকে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করেছি।

থানার ওসি শেখ সোহেল রানা বলেন, এ ঘটনায় কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেব।
প্রসঙ্গত, ২৪ অক্টোবর বিকালে নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের ভবুকদিয়া গ্রামের লিটন মোল্লার স্ত্রী মৌসুমী তার মেয়েকে নিয়ে কীটনাশক পান করেন।

‘এই ওষুধ খেলে শরীরে শক্তি বাড়বে’ একথা বলে মৌসুমী তার গর্ভজাত ৮ বছরের মেয়ে ফাইজাকেও বিষপান করায়। এরপর তারা অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে এনে ভর্তি করেন স্বজনেরা।

image_pdfimage_print