Home ব্রেকিং বড় ভাইয়ের সঙ্গে বিয়ে ভেঙে দেওয়ায় স্কুলছাত্রীকে কুপিয়ে জখম

বড় ভাইয়ের সঙ্গে বিয়ে ভেঙে দেওয়ায় স্কুলছাত্রীকে কুপিয়ে জখম

41
0
SHARE

বিশ্ববিদ্যায়ল পরিক্রমা ডেস্ক : মাদারীপুরের কালকিনি উপজেলার ঝাউতলা এলাকায় এক এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে জখম করা হয়েছে। মঙ্গলবার (১৫ জানুয়ারি) সকালে ওই স্কুলছাত্রী কালকিনি বালিকা উচ্চ বিদ্যালয়ে যাওয়ার পথে হামলার শিকার হন। অভিযোগ উঠেছে, উপজেলার ঝাউতলা এলাকার শামন আকন (২৫) তার বড় ভাইয়ের সঙ্গে ওই স্কুলছাত্রীর বিয়ে ভেঙে যাওয়ার প্রতিশোধ নিতে এ হামলা চালান।

গুরুতর আহত অবস্থায় ওই স্কুলছাত্রীকে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা ও স্কুলছাত্রীর পরিবার এবং পুলিশ সূত্র জানায়, প্রায় ছয় মাস আগে সাহেবরামপুর এলাকার সালাম আকনের বড় ছেলে রোমন আকন (৩০) এর সঙ্গে পাঙ্গাসিয়া গ্রামের মোফাজ্জেল হাওলাদারের মেয়ে শুকতারা আক্তারের বিয়ের এনগেজমেন্ট (আকদ) হয়। কিন্তু পরবর্তীতে পারিবারিক কারণে বিয়ে ভেঙে দেয় শুকতারার পারিবার। এতে ক্ষিপ্ত হয় রোমন আকনের ছোট ভাই শামন আকন (২৫)। সে প্রায়ই স্কুলে যাওয়ার পথে শুকতারাকে উত্যক্ত করতেন।

প্রতিদিনের মত মঙ্গলবার সকালেও শুকতারা বাড়ি থেকে পায়ে হেঁটে স্কুলে যাচ্ছিলেন। পথে একা পেয়ে শামন আকন ও তার বন্ধুরা শুকতারার হওপর হামলা চালায়। তারা ধারালো অস্ত্র দিয়ে শুকতারার মাথায় ও পেটে কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা ওই স্কুলছাত্রীকে অচেতন অবস্থায় উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

শুকতারার পরিবারের অভিযোগ, স্কুলে যাওয়া-আসার পথে প্রায়ই শামন ওই স্কুলছাত্রীকে উত্যক্ত করতো। আজ একা পেয়ে এমন নির্মম ঘটনা ঘটিয়েছে।

মাদারীপুরের পুলিশ সুপার সুব্রত কুমার হালদার বলেন, এই ঘটনার পর বখাটে শামন আকন পালিয়ে গেছে। তাকে ধরতে পুলিশের অভিযান চলছে। পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের পর উপযুক্ত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

image_pdfimage_print