Home আন্তর্জাতিক ‘ভারত যে নিরাপত্তাহীনতায় ভুগছে তা পরিষ্কার’

‘ভারত যে নিরাপত্তাহীনতায় ভুগছে তা পরিষ্কার’

32
0
SHARE

বিশ্ববিদ্যালয় পরিক্রমা ডেস্ক : ফ্রান্স থেকে ৫টা রাফাল যুদ্ধবিমান ভারতে আসার পরই চিন্তা বেড়েছে পাকিস্তানের। যদিও সেটি কোনওভাবে প্রকাশ করতে চাইছে না তারা। উল্টে বীরত্ব দেখানোর চেষ্টা করতে সেই পথেই হাঁটল পাকিস্তান সেনার মিডিয়া উইংয়ের প্রধান মেজর জেনারেল বাবর ইফতেকার। ভারতের অস্ত্রভাণ্ডারে রাফাল অন্তর্ভুক্ত হওয়ায় তারা যে ভয় পাচ্ছে না তা বোঝানোর চেষ্টা করল।

সম্প্রতি এক সাংবাদিক বৈঠকে পাকিস্তানের ইন্টার সার্ভিস পাবলিক রিলেশনসের ডিরেক্টর জেনারেল বাবর ইফতেকার বলেন, যেভাবে ফ্রান্স থেকে পাঁচটি রাফাল নিয়ে আসা হল তাতে ভারত যে নিরাপত্তাহীনতায় ভুগছে তা পরিষ্কার হয়ে গিয়েছে। আতঙ্কিত হওয়ার জেরে তারা নিজেদের দেশের প্রতিরক্ষা খাতের খরচও অনেক বাড়িয়েছে। তবে ভারত পাঁচটা রাফাল নিয়ে আসুক বা ৫০০টা, পাকিস্তান সবসময় তাদের জন্য প্রস্তুত রয়েছে। ভারতের কাছে রাফাল থাকায় আমরা কোনওভাবেই ভীত নই।

এরপরই তিনি কটাক্ষ করে বলেন, যে কোনও পরিস্থিতির মোকাবিলা করার ক্ষমতা রয়েছে পাকিস্তানি সেনার। তাই ভারতের এই পদক্ষেপে আমরা চিন্তিত নই। বরং লাদাখে চীনের সঙ্গে সংঘর্ষের পর ভারতই নিরাপত্তাহীনতায় ভুগছে। লাদাখে তারা যত সেনা মোতায়েন করেছে, তাতে বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি প্রতিরক্ষা খাতে তাদেরই খরচ হচ্ছে। আমরা সেই ভুল করব না। আমাদের কাছে যা অস্ত্র রয়েছে, তাতে এভাবে খরচ করার কোনও দরকারই নেই।

image_pdfimage_print