
ডেস্ক রিপোর্টঃ প্রাণঘাতী করোনাভাইরাস প্রতিরোধী ভ্যাকসিন নিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ শ্রম ও জনশক্তি বিষয়ক উপ কমিটি‘র সদস্য, বাংলাদেশ কৃষি ব্যাংক অফিসার ঐক্য পরিষদ এর সাবেক সাধারণ সম্পাদক ও আদমজী ক্যান্টনমেন্ট কলেজ পরিচালনা পর্ষদের সদস্য এবং চাঁদপুরের মতলব উত্তর উপজেলাধীন ১নং ষাটনল ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজ সেবক মোঃ নুরুল আজাদ। ১৬ ফেব্রুয়ারী মঙ্গলবার সকাল ১০টা ৪০মিনিটে রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালের ভ্যাকসিন কেন্দ্রে ভ্যাকসিন গ্রহণ করেন তিনি।
ভ্যাকসিন গ্রহণ শেষে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই সফল উদ্যোগ গ্রহণে ধন্যবাদ জানিয়ে সাধারণের উদ্দেশ্যে বলেন “আমি আজ করোনা ভাইরাস প্রতিরোধী ভ্যাকসিনের প্রথম ডোজ নেওয়ার মাধ্যমে সকাল শুরু করলাম। আমি ভালো আছি, ভ্যাকসিনেশনে কোন ভয় নাই। আপনারাও ভ্যাকসিন নিন, ভ্যাকসিন গ্রহণের মাধ্যমে নিজেদের সুরক্ষিত রাখুন।