
শামসুজ্জামান ডলারঃ মতলব উত্তরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ধনাগোদা তালতলী হাইস্কুল এন্ড কলেজে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে।
শনিবার দুপুরে প্রতিযোগীতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে
উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৫৯নং ওয়ার্ডের নব নির্বাচিত কাউন্সিলর ও অত্র প্রতিষ্ঠানেরগভর্ণিং বডির সভাপতি আকাশ কুমার ভৌমিক।

প্রধান অতিথির বক্তব্যে আকাশ কুমার ভৌমিক বলেন, সাংস্কৃতিক চর্চা মানুষকে সুন্দর জীবন যাপনের পথ
দেখায়। সাহিত্য চর্চা মানুষকে জীবন ঘনিষ্ঠ করে গড়ে তোলে। তিনি তরুণ শিক্ষার্থীদের মাদকাসক্তি,
ফেইসবুক, মোবাইলে আসক্তি বিষয়ে শিক্ষক ও অভিভাবকদের সজাগ ও সতর্ক দৃষ্টি রাখার আহবান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ মো. ফারুক হোসেন। পরিচালনায় ছিলেন, প্রভাষক মো. মহিউদ্দিন, সহকারি
প্রধান শিক্ষক নাছির উদ্দিন ও সিনিয়র শিক্ষক মিজানুর রহমান। কাউন্সিলর পদে নির্বাচিত হওয়ার পর এই প্রথম
স্কুলের অনুষ্ঠানে যোগ দিয়েছেন আকাশ কুমার ভৌমিক। তাকে ফুল দিয়ে বরণ করেন নেন শিক্ষকবৃন্দ ও
ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ইঞ্জিনিয়ার আব্দুল বাতেন, ইঞ্জিনিয়ার আব্দুস ছাত্তার, উপজেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক মো. সিরাজুল ইসলাম, উপজেলা শ্রমিক লীগের সভাপতি মোহাম্মদ মুজাহিদুল ইসলাম সেলিম, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি রফিকুল ইসলাম, জাতীয় পার্টির নেতা মিয়া শাহজাহান, সুলতানাবাদ
ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক গৌরাঙ্গ রায়’সহ সকল শিক্ষকবৃন্দ, অভিভাবক ও শিক্ষার্থী।