Home ব্রেকিং মতলবের নায়েরগাঁও বাজারে ৮ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাঁই

মতলবের নায়েরগাঁও বাজারে ৮ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাঁই

41
0
SHARE

শামসুজ্জামান ডলারঃ মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও বাজার এলাকায় অগ্নিকাণ্ডে ৮টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার ভোর ৪টায় নায়েরগাঁও মধ্য বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে মতলব দক্ষিণ উপজেলা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায় এবং প্রায় দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে নিয়ে আসে।

অগ্নিকাণ্ডে কেশব মাঝির স্বর্ণের দোকান, মোহাম্মদ আলীর ফলের দোকান, ইব্রাহিমের মুদি দোকান, সাত্তারের মুদি দোকান, আব্দুল কুদ্দুসের মুদি দোকানসহ মোট ৮টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। বৈদ্যতিক সর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে বলে ব্যবসায়ীরা জানান।

অগ্নিকাণ্ডে ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ফায়ার সার্ভিস। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা হক, অফিসার ইনচার্জ স্বপন কুমার আইচ।

image_pdfimage_print