Home সারা বাংলা মতলবের ফতেপুর পূর্ব ইউনিয়ন পরিষদের সংস্কার কাজে ১৪ লক্ষ টাকা ব্যয়// উপজেলা...

মতলবের ফতেপুর পূর্ব ইউনিয়ন পরিষদের সংস্কার কাজে ১৪ লক্ষ টাকা ব্যয়// উপজেলা প্রকৌশলীর পরিদর্শ

35
0
SHARE

শামসুজ্জামান ডলারঃ চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ১০ নং ফতেপুর পূর্ব ইউনিয়ন পরিষদের সংস্কার কাজে ব্যয় হবে প্রায় ১৪ লক্ষ টাকা। গত ৮ জুন পরিষদের সংস্কার কাজ পরিদর্শন করেন মতলব উত্তর উপজেলা প্রকৌশলী সাইফুল ইসলাম, সহকারী প্রকৌশলী শাহনেওয়াজ, উপস্থিত ছিলেন ১০ নং ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আজমল হোসেন চৌধুরী, মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সেক্রেটারি একেএম গোলাম নবী খোকন, এছাড়া ঠিকাদার প্রতিষ্ঠানের প্রতিনিধি বৃন্দ।

সংস্কার কাজ প্রায় শেষের দিকে, তবে উপজেলা প্রকৌশলী সাইফুল ইসলাম বলেন সিডুয়েল অনুযায়ী কাজ সম্পন্ন হবে এতে কোন সন্দেহ নেই। দু’বারের চেয়ারম্যান আজমল হোসেন চৌধুরী বলেন, আমার সাধ্যমত চেষ্টা চালাচ্ছি ইউনিয়ন পরিষদটা সাজাতে এবং শক্তিশালী করার জন্য।

তিনি আরও বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জন নেত্রী শেখ হাসিনা সরকার মানুষের দোরগোড়ায় ডিটাল সেবা পৌঁছে দেওয়ার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আমরা ও মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার জন্য কাজ করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। আশা করি মাননীয় প্রধানমন্ত্রীর অঙ্গিকার বাস্তবায়ন করার চেষ্টা করব ইনশাল্লাহ।

image_pdfimage_print