Home সারা বাংলা মতলবের ফরাজীকান্দিতে আওয়ামী লীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা, র‌্যালী ও আলোচনা সভা

মতলবের ফরাজীকান্দিতে আওয়ামী লীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা, র‌্যালী ও আলোচনা সভা

34
0
SHARE

শামসুজ্জামান ডলারঃ মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে বাংলাদেশ আওয়ামী লীগের ৭১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে মঙ্গলবার বিকালে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন উদ্যোগে ফরাজীকান্দি ইউপি ভবনের সন্মুখে আওয়ামী লীগ নেতা রমিজ উদ্দিন শিশিরের সভাপতিত্বে এবং ফরাজীকান্দি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার রেজাউল করিমের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফরাজীকান্দি ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক নজির আহমেদ মাস্টার, আওয়ামীলীগ নেতা জাহিদ হোসেন মাস্টার, মতলব উত্তর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুর রব প্রধান,ফরাজীকান্দি ইউনিয়ন যুবলীগের সভাপতি কবির হোসেন, সাধারন সম্পাদক আতাউর রহমান সবুজ, ঢাকা মহানগর দক্ষিন তাতীলীগের দুর্যোগ ও ত্রান বিষয়ক সম্পাদক ইব্রাহিম খলিল, চাঁদপুর জেলা ছাত্রলীগের সাবেক সদস্য নিয়াজ মোর্শেদ ছোটন, আওয়ামীলীগ নেতা মনির হোসেন, সাইফুল গাজী, ইউনিয়ন পরিষদ সদস্য নাসির উদ্দিন মুন্সি, আওয়ামীরীগ নেতা এনায়েত উদ্দিন, মনোয়ার হোসেন, ফরাজীকান্দি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রুবেল বাবু।

অনুষ্ঠানে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন,‘করোনাভাইরাসের কারণে দুঃখ কষ্ট মানুষের থাকলেও আজ আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেই মানুষের পাশে দাঁড়াচ্ছে। আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা প্রতিটি ঘরে ত্রাণ পৌঁছে দেওয়া থেকে শুরু করে লাশ দাফন করাসহ প্রতিটি কাজে মানুষের পাশে রয়েছে।’

বক্তারা আরো বলেন, অনেক আন্দোলন সংগ্রাম, সম্ভাবনা অর্জন সবকিছু মিলিয়ে আওয়ামী লীগ, বঙ্গবন্ধু ও বাংলাদেশের স্বাধীনতা এক অভিন্ন সত্তা। আওয়ামী লীগই বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন করেছিল।

image_pdfimage_print