
মতলব প্রতিনিধিঃ
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় একনেক চেয়ারপারসন ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ৬ হাজার ৬২৮ কোটি ৯৯ লক্ষ টাকা খরচে ৬ টি প্রকল্প অনুমোদন দেয়া হয়।
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের আওতাধীন চাঁদপুর-২ আসনের অন্তর্গত মতলব-মেঘনা-ধনাগোধা-বেড়িবাধ (জেড-১০৬৯) সড়ক উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্পটি প্রায় ১২২ কোটি টাকা ব্যায়ে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) ১ সেপ্টম্বরের সভায় অনুমোদন দেয়া হয়।
মতলব বাসীর আরো একটি স্বপ্ন পুরণ করায় চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিন) এর সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট মোঃ নুরুল আমিন রুহুল, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী জনাব ওবায়দুল কাদের, এমপি’র প্রতি মতলব বাসীর পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।