
শামসুজ্জামান ডলারঃ
মতলবে এলইডি টিভি কাপ ফুটবল টূর্নামেন্ট ‘১৯ এর খেলায় সরকার একাদশ বিশাল ব্যবধানে জয়লাভ করে ।
মতলব হিউ হোস্টেল মাঠে বুধবার বিকালে সরকার একাদশ ৬-০ গোলের ব্যবধানে চরলক্ষীপুর একাদশকে পরাজিত করে।
সরকার একাদশের পক্ষে শামিম ৩ টা, টুটুল ২ টা ও এবং ফয়ছাল ১ টা গোল করে।
মতলব ক্রিড়াঙ্গনের ঐতিহ্য দীর্ঘদিনের। মতলবে ফুটবল ও ক্রিকেটে অনেক বড় বড় টুর্নামেন্টের আয়োজন হয়ে থাকে। যুব সমাজের সহযোগীতা নিয়ে এবারের এই এলইডি টিভি কাপ ফুটবল টুর্নামেন্টর আয়োজন করে ক্রিড়াবিদ ও ক্রিড়া সংগঠক ইব্রাহিম সুমন। টুর্নমেন্টে ১০টি দল অংশ গ্রহন করছে এবং টুর্নামেন্টটি লীগ পদ্ধতিতে অনুষ্ঠিত হচ্ছে। খেলা দেখার জন্য মাঠে প্রচুর সংখ্যক দর্শকের সমাগম ঘটে।
খেলায় রেফারির দায়িত্ব পালন করেন -জামাল। সহকারী রেফারী ছিলেন ইব্রাহিম সুমন ও মফিজুল ইসলাম।
সরকার একাদশ – রাসেল, ফয়সাল, সিফাত, রতন, শামীম, অনিক, টুটুল, সজিব, জুনায়েদ, জয়, সাগর, আদনান, শুভ, সাকিব।
লক্ষীপুর একাদশ – শাহারিয়ার, ফরিদ, রনি, রিজভী, মেহেদি, সিহাব, অপু, সাদ্দাম, পান্ত, শাওন, আবু তাহের, আকাশ, ইয়াছিন,লিমন।
আগামীকাল বৃহস্পতিবারের খেলা-
বিকাল ৩ টায় ব্যাচ-২০২১ বনাম ব্যাচ ২০২০।
বিকাল ৫ টায় ব্যাচ ২০১৭ বনাম ব্যাচ ২০২২।