Home ব্রেকিং মতলবে জাতীয় পার্টির উদ্যোগে উপজেলা দিবস পালন

মতলবে জাতীয় পার্টির উদ্যোগে উপজেলা দিবস পালন

37
0
SHARE

শামসুজ্জামান ডলার : চাঁদপুরের মতলব উত্তরে উপজেলা দিবস উপলক্ষে মতলব উত্তর ও দক্ষিণ উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বিকালে ছেংগারচর পৌর অডিটোরিয়াম থেকে র‌্যালী বের হয়ে ছেংগারচর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পুনরায় অডিটোরিয়ামে এসে শেষ হয়। পরে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও চাঁদপুর জেলা জাতীয় পার্টির সভাপতি আলহাজ্ব এমরান হোসেন মিয়া।

মতলব উত্তর উপজেলা জাতীয় পার্টি সভাপতি মিজানুর রহমান মোল্লার সভাপতিত্বে ও উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সোহরাফ মিয়ার পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা জাতীয় পার্টি সাধারণ সম্পাদক অ্যাড. আঃ লতিফ শেখ, কেন্দ্রীয় জাতীয় পার্টির সদস্য বোরহান উদ্দিন, জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম দেওয়ান স্বপন, দপ্তর সম্পাদক শাহজাহান মাতাব্বর, জেলা শ্রমিক পার্টির সভাপতি নান্নু ভুইয়া, মতলব দক্ষিণ উপজেলা জাতীয় পার্টির সভাপতি সাধারণ সম্পাদক ডিএম আলাউদ্দিন, সাদুল্লাপুর ইউনিয়ন জাপার সভাপতি আঃ করিম, এখলাছপুর ইউনিয়ন জাপা নেতা অ্যাড. মফিজুল ইসলাম, ছেংগারচর পৌর জাতীয় পার্টির সভাপতি সেলিম মোল্লা, যুবসংহতির নেতা নুরুল হুদা
উপজেলা ছাত্রসমাজের আহ্বায়ক জহিরুল ইসলাম আকাশ প্রমুখ। অনুষ্ঠানে উপজেলা জাতীয় পার্টি, জাতীয় যুবসংহতি, জাতীয় ছাত্রসমাজের সকল নেতৃবৃন্দ ও শত শত কর্মী উপস্থিত ছিলেন।
image_pdfimage_print