Home ব্রেকিং মতলবে মানুষ গড়ার কারিগড় শামসুল হক সামা মাস্টারের দাফন সম্পন্ন

মতলবে মানুষ গড়ার কারিগড় শামসুল হক সামা মাস্টারের দাফন সম্পন্ন

40
0
SHARE

শামসুজ্জামান ডলারঃ  মতলব উত্তর উপজেলার মানুষ গড়ার কারিগড় শামসুল হক সামা মাস্টারের দাফন সম্পন্ন হয়েছে। বুধবার বাদ আসর উপজেলার ফরাজীকান্দি কমপ্লেক্স মসজিদ মাঠে জানাযা অনুষ্ঠিত হয়। জানাযা শেষে নিজ বাড়ী ফরাজীকান্দি ইউনিয়নের  তপাদাপাড়া গ্রামের পারিবারিক গোরস্থানে সমাহিত করা হয়।

মরহুম শামসুল হক সামা মাস্টারের জানাযা পড়ান আল্লামা শায়খ মাসউদ আহমদ বোরহানী।

সাংবাদিক শামসুজ্জামান ডলার এর সঞ্চালনায় জানাযা পূর্বক সংক্ষিপ্ত আলোচনা পর্বে বক্তব্য রাখেন মরহুমের সন্তান আক্তার হোসেন মুন্সি, সাবেক প্রতিমন্ত্রী মরহুম নুরুল হুদার জ্যাষ্ঠপুত্র প্রভাষক তানভীর হুদা শুভ, চরকালিয়া উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি এমরান হোসেন টিপু, মতলব উত্তর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গাজী ইলিয়াছুর রহমান, মরহুমের ছাত্র ডা.মফজুর ইসলাম প্রমূখ।

জানাযায় উপস্থিত ছিলেন, প্রফেসর ড. রফিকুল ইসলাম, প্রফেসর আবুল কালাম, হাশিমপুর দরবারের পীর আশফাক আহমদ, চাঁদপুর আবহাওয়া অফিসের সাবেক কর্মকর্তা মুক্তিযোদ্ধা শরীফ হোসেন সুভা,অধ্যক্ষ মাওলানা শহিদ উল্যাহ, নাওভাঙ্গা জয়পুর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এমএ হান্নান তপাদার, চরকালিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দলিল উদ্দিন, নাউরি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একে তাজুর ইসলাম, এখলাছপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, উপজেলা বিএনপি নেতা ফেরদৌস আহমেদ, উপজেলা যুবদলের সাবেক সভাপতি মিয়া মনজুর আমিন স্বপন, উপজেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক আমির হোসেন আমু, চরকালিয়া উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য যথাক্রমে জসিম উদ্দিন মুন্সি,তাফাজ্জল সরকার, আব্দুল গনি তপাদার, রমিজ উদ্দিন, আব্দুস সালাম খোকা,ইয়াছিন হাওলাদার,এখলাছপুর উচ্চ বিদ্যারয় পরিচারনা কমিটির সদস্য সোহরাফ হোসেন,ফতেপুর উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য কবির মজুমদার, সমাজ সেবক নান্নু গাজী, মাওলানা নাছির উদ্দিন, আব্দুস শুক্কুর মোল্লা, প্রধান শিক্ষক হারুরন অর রশিদ, প্রধান শিক্ষক আবুল কালাম, ফরাজীকান্দি ইউনিয়ন যুবলীগের সভাপতি কবির হোসেন, জনপ্রতিনিধি নাছির উদ্দিন মুন্সি,শফিকুল ইসলাম পাটোয়ারী, সালাউদ্দিন, মাহবুব আলম মিস্টার, ইসমাইল হোসেন, রফিকুল ইসলাম মাস্টার, নিজাম উদ্দিন বাবুল মাস্টার, আব্দল বাতেন প্রধান, আনোয়ারুল কবির মাস্টার, সেলিম মিয়া মাস্টার,  নাসির উদ্দিন মাস্টার, মোহাম্মদ আলী মাস্টার, সানাউল্যাহ মাস্টার,সাবেক মেম্বার, গাজী মনসুর আহমদ, আতাউর রহমান সবুজ, মাওলানা আব্দুল্লাহ আল-মামুন,  মাওলানা নাছির উদ্দিন, নাছির উদ্দিন শাহ খোকনসহ বিভিন্ন শ্রেনী-পেশার গন্যমান্য ব্যাক্তিবর্গ।

মতলব উত্তর উপজেলার মানুষ গড়ার কারিগড় শামসুল হক সামা মাস্টার ১৯ ফেব্রুয়ারী বুধবার ভোর ৬ টায় এ পৃথিবীর মায়া কাটিয়ে পরপাড়ে চলে যান (ইন্নানিল্লাহি…… রাজেউন)। জীবনের শেষ সময়টা তিনি ঢাকার ধানমন্ডি-৫ এ ছোট মেয়ের বাসায় ছিলেন এবং সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যকালে তাঁর বয়স হয়েছিল ১১২ বছর।
আজ বুধবার বাদ আসর ফরাজীকান্দি কমপ্লেক্স মসজিদ মাঠে মরহুমের জানাযা অনুষ্ঠিত হবে।

জীবনে অনেক ভাল চাকুরীর সুযোগ পেলেও সকল সুযোগকে পাশ কাটিয়ে অবশেষে মানুষ গড়ার কাজে নিজেতে বিলিয়ে দিতে শিক্ষকতা পেশায় যোগদান করেন। চরকালিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, কালিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় সর্বশেষ রামদাশপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করে ১৯৮৬ সালে চাকুরী জীবনের অধ্যায় শেষ করেন।

মৃত্যুকালে তিনি ৩পুত্র ও ২ কন্যাসহ অনেক গুনগ্রাহী রেখে গেছেন। মরহুম শামসুল হক সামা মাস্টার মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও ফরাজীকান্দি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আক্তার হোসেন মুন্সির বাবা।

image_pdfimage_print