Home সারা বাংলা মতলবে স্বামীর অপকর্মের প্রতিবাদ করায় স্ত্রীকে জখম

মতলবে স্বামীর অপকর্মের প্রতিবাদ করায় স্ত্রীকে জখম

39
0
SHARE

স্বামীর অপকর্মের প্রতিবাদ করার সীমা (২৬) নামের এক গৃহবধূকে মারধর করে জখম করার অভিযোগ উঠেঠে স্বামী মাহিনউদ্দিনের বিরুদ্ধে।  ২০ আগষ্ট সন্ধ্যায় মাথায় গুরুতর জখম নিয়ে ওই গৃহবধূকে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন প্রতিবেশীরা।

হাসপাতাল ও প্রতিবেশী সূত্রে জানা যায়, কুমিল্লা জেলার বরুড়া উপজেলার কান্দির গ্রামের তাজুল ইসলামের ছেলে মাহিনউদ্দিন মতলবের একটি বেকারীতে কাজ করে আসছে। সেই সুবাধে সে মতলব পৌরসভার কলাদী মহল্লার আরিফউল্ল্যাহ প্রধানের বাসা ভাড়া নিয়ে স্ত্রী-সন্তাদের নিয়ে বসবাস করছেন।

আহত সীমা বলেন, সন্তানদের নিয়ে অনেক কষ্টে সংসার চালিয়ে আসছি। কিন্তু আমার স্বামী মোবাইলে বিভিন্ন সময়ে নানান বয়সের মেয়েদের সাথে আলাপ করে তাদের পিছনে বহু টাকা নষ্ট করে আসছে। তাকে এই নিয়ে কোন কিছু বললে আমাকে সন্তানদের সামনে মারধর-গালিগালাজ করে। আজও সে আমাকে মারধর করে ঘরে থানা দা দিয়ে মাথায় কোপ দেয়।

প্রতিবেশীরা জানান, প্রায়ই তাদের দু’জনের মাঝে ঝগড়া হতো। কিন্তু আজ মাহিনউদ্দিন তার স্ত্রীকে কুপিয়ে মারাত্বক জখম করে। পরে আমরা তাকে উদ্বার করে হাসপাতালে নিয়ে যাই।

image_pdfimage_print